আরও পড়ুন: চন্দ্রগ্রহণের সময় কেন খাবার ফেলে দেওয়া হয় ?
১. টাকার সঙ্কট দূর করতে প্রথম যে কাজটা করা উচিৎ সেটা হল আগে ঠিক করা যে আপনার জীবনে কী কী দরকার ৷ অথার্ৎ প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচের একটি তালিকা বানিয়ে ফেলুন ৷ যতটা সম্ভব অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার চেষ্টা করুন ৷ এবং পরিবারের বাকি সদস্যদেরও এই কাজে আপনাকে সাহায্য করতে বলুন ৷
advertisement
২. ব্যাঙ্কের জমানো টাকায় খুব দরকার না হলে সেটি তোলার চেষ্টা করবেন না ৷ পাশাপাশি বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু টাকা আগে সেভিংসের জন্য তুলে রাখুন ৷ খরচের খাতা থেকে আগেই সেটি বাদ দিয়ে দিন ৷ তাহলে সঞ্চয় করতে সহজ হবে ৷
আরও পড়ুন: প্রোটিন খেলে কমবে মেদ, থাকবেন ফিট !
৩. যদি চাকরি হারিয়ে থাকেন ৷ চুপচাপ বসে থাকবেন না ৷ সব সময় নিজেকে ব্যস্ত রাখুন ৷ বই পড়ুন, নতুন কিছু করার চেষ্টা করুন, বেশি করে পরিবারের সঙ্গে সময় কাটান তাহলে দেখবেন মানসিক চাপ কম হবে ৷
৪. খুব সমস্যায় থাকলে আত্মীয়দের কাছ থেকে আর্থিক সাহায্য নিন ৷ কিন্তু যতটা সম্ভব সাহায্যে হিসেবে নেওয়া টাকা ফিরিয়ে দিন ৷ তাহলে ভবিষ্যতে সাহায্যের সময় তাদের আবাপ পাশে পেতে পারেন ৷
আরও পড়ুন: আজ জন্মদিন হলে কী এড়িয়ে চলবেন জানেন ?
৫. প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের খরচাপাতির হিসাবটা কষে নিন এক নজর। কখন কোথায় কীভাবে কেন কত টাকা খরচ হলো, সেটা পারলে টুকে রাখুন আপনার ডায়েরিতে। নিয়মিত এই হিসাবটা কষলে আপনার কাছেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এতে কোথায় অযথা খরচ হচ্ছে, তা আপনার নখদর্পণে থাকবে।