সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে, ন্যাড়া গাছের মগডালে চড়েছে একটি প্যান্থার। তার নীচের একটি ডালে বসে রয়েছে একটি পাখি। সব মিলিয়ে তৈরি হয়েছে এক সুন্দরী মহিলার মুখের অবয়ব। এবার এই ছবিটিতে প্রথম কী দেখা যাচ্ছে, সেটা থেকেই বোঝা যাবে, চারিত্রিক বৈশিষ্ট্য। নেতৃত্বপ্রদানের ক্ষমতা রয়েছে না কি মধ্যস্থতায় পারদর্শী, তা বলে দেবে এই ছবিটি।
advertisement
প্যান্থার এবং পাখি
প্রথম দর্শনেই যদি এই দৃশ্য নজর কাড়ে, তাহলে এঁরা জন্মগত ভাবেই নেতৃত্ব প্রদানের ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। দুর্দান্ত ভাবে যে কোনও কাজ সম্পন্ন করতে পারবেন। আর এই মানুষগুলির মধ্যে থাকা এই প্রতিভাই অন্যদের মুগ্ধ করে। সকলকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকেন তাঁরা। তবে সতর্কতা অবলম্বন করা আবশ্যক।
মহিলার মুখ
যাঁরা প্রথমেই মহিলার মুখ দেখতে পেয়েছেন, তাঁদের চরিত্রের কিছু দুর্দান্ত দিক রয়েছে। এই মানুষগুলির মধ্যে থাকে অসীম ধৈর্য। কোনও রকম মানসিক চাপ না নিয়েই জীবনের ওঠা-পড়াগুলোর মোকাবিলা করেন এঁরা। কোনও বিবাদের ক্ষেত্রে মধ্যস্থতা করায় এঁদের জুড়ি মেলা ভার। ক্যান্ডিড স্বভাবের এই মানুষগুলি সোজাসাপ্টা এবং সৎ প্রকৃতির হয়।