সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা!
আজ একটি আশ্চর্য ছবির বিষয়ে কথা বলতে চলেছি। যে ছবির মাধ্যমে মানুষের মস্তিষ্কের বয়স জানা সম্ভব। এই ছবিটিতে দেখা যাচ্ছে, সাদা পাতায় যেন ফুটে উঠেছে একটি অবয়ব। কালো কালিতে আঁকা যেন একটা মুখের প্রতিকৃতি। কিন্তু এই ছবিতে প্রথমে কী দেখা যাচ্ছে? এক জন বয়স্ক মানুষের মুখ না কি এক জন কমবয়সী মানুষের মুখ? এই অপটিক্যাল ইলিউশনের ধাঁধা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
বয়স্ক মানুষকে প্রথম দেখলে:
কেউ যদি প্রথমে বৃদ্ধ মানুষকে দেখেন, তাহলে বুঝতে হবে যে, তাঁর চিন্তাভাবনা পরিণত। এঁরা নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে যান। এখানেই শেষ নয়, এঁরা অত্যন্ত বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকেন। এছাড়া এই ধরনের মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতাও থাকে দুর্দান্ত। যা তাঁদের ব্যক্তিগত উন্নতিতে সহায়ক হয়ে ওঠে।
কমবয়সী মানুষকে প্রথম দেখলে:
অপটিক্যাল ইলিউশন ধাঁধায় যদি কেউ প্রথমেই একটি কমবয়সী মেয়েকে দেখতে পান, তাহলে তিনি একেবারে শিশুসুলভ মনের অধিকারী। শুধু তা-ই নয়, পৃথিবী সম্পর্কে শিশুরা যেভাবে বিস্ময় প্রকাশ করে, ঠিক সেভাবেই আচরণ করেন এঁরাও। জীবনযুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন হওয়া সত্ত্বেও তাঁদের নিষ্কলুষতা কখনও হারিয়ে যায়নি। একে অনন্য প্রতিভাই বলা যায়। কারণ বেশির ভাগ মানুষই বয়সবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের ভিতরের শিশুসুলভ মনটাকে মেরে ফেলেন। এখানেই শেষ নয়, এই ধরনের মানুষগুলি ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নিতে সক্ষম।