আরও পড়ুন– কেটলি থেকে চা ঢাললে কোন কাপটি সবার আগে ভরবে? মজার এই ধাঁধার উত্তরটা বার করতে পারবেন কি?
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই স্পাইরাল ছবিটি। নীল আর কালো রঙের স্পাইরাল ছবি কিন্তু দৃষ্টিবিভ্রমের উদ্রেক করছে। একদৃষ্টে তাকিয়ে থাকলে যেন চোখে ধাঁধা লেগে যাচ্ছে। তবে এই ছবিটির মজা হল, এর মধ্যে লুকিয়ে রয়েছে একটি সংখ্যা। এই সংখ্যাটিকেই মাত্র ৬ সেকেন্ড সময়ের মধ্যে খুঁজে বার করতে হবে। আর এই চ্যালেঞ্জ হাতে নিয়ে রীতিমতো নাকাল হয়েছেন নেটিজেনরা। আজ এই চ্যালেঞ্জটিই নেওয়া যাক।
advertisement
ছবিতে লুকিয়ে থাকা সংখ্যার হদিশ পেতে সবার আগে ছবিটির মধ্যে মনোনিবেশ করতে হবে। দৃষ্টিশক্তি কতটা প্রখর তারই পরীক্ষা এটা! যাই হোক, সময় তো পেরিয়ে গেল, কিন্তু সংখ্যাটা কি পাওয়া গেল? যদি পাওয়া গিয়ে থাকে, তাহলে তো কথাই নেই! সন্ধানকারীর নজরের তারিফ করতেই হয়। আর যদি না-ও পাওয়া যায়, তাতেও অসুবিধা নেই। আমরাই বলে দিচ্ছি খোঁজার উপায়টা।
আরও পড়ুন– দেশের এই রাজ্যগুলিতে সত্যি সত্যি পোকামাকড় রেঁধে খায় মানুষ ! জানতেন কি?
গোপন সংখ্যাটা খোঁজার জন্য ছবির একেবারে মাঝ বরাবর দৃষ্টিনিবদ্ধ করতে হবে। দৃষ্টি ওই এক জায়গায় স্থির রেখেই মাথাটা ধীরে ধীরে পিছনের দিকে সরাতে হবে। এর ফলে চোখ থাকবে ছবি থেকে কম করে ১৫-২০ কিলোমিটার দূরত্বে। এবার আশা করি গোপন সংখ্যাটা চোখের সামনে যেন জ্বলজ্বল করে উঠবে। আর গোপন সংখ্যাটা হল ২০। আসলে সংখ্যাটি এমন ভাবে ছবির মধ্যে মিশে গিয়েছিল যে তা খুঁজে পেতে বেশির ভাগ মানুষেরই সমস্যা হয়েছে।