বিননওয়াইন নামে এক ইউজার ট্যুইটারে শেয়ার করেছেন এই অপটিক্যাল ইলিউশনটি। সাদা-কালো এই নকশার ভিতর বিভিন্ন সংখ্যা লেখা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। প্রশ্ন করেছেন, আপনি কোনও সংখ্যা দেখতে পাচ্ছেন? জিগজ্যাগ এই নকশার দিকে তাকালেই মনে হচ্ছে সেটি নড়ছে। আপনি কোন সংখ্যা দেখতে পাচ্ছেন এই নকশার ভিতর? প্রথমে দেখলে মনে হচ্ছে, ৫২৮। কিন্তু খানিক অপেক্ষার পরই সব পাল্টে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত, লস্করকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার NIA-র প্রাক্তন অফিসার!
আরও পড়ুন: ফের শিরোনামে দাউদ ইব্রাহিম, ভারতের রাজনীতিক-উদ্যোগপতিদের টার্গেট ডনের: NIA
কখনও ১৫২৮৩, কখনও ৪৫২৮৩ আবার কখনও ৩৪৫২৮৩৯ মনে হচ্ছে। স্বাভাবিক ভাবেই নেটিজেনের নজর কেড়েছে এমন ট্যুইট। মুহূর্তে এটি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। অনেকেই এই নকশায় নিজেদের দেখতে পাওয়া সংখ্যার কথা জানিয়েছেন। সেখানে একেক জনের একেক মন্তব্যে মজা দ্বিগুণ হয়েছে। রসিকতা করে অনেকেই বলেছেন, চোখের ডাক্তার এবার দেখাতেই হবে।
আপনি কোন কোন সংখ্যা দেখতে পাচ্ছেন? শেয়ার করুন নিজের প্রিয় মানুষদের সঙ্গে, মিলিয়ে নিন তাঁরা কী বলছেন।