একজন মানুষের মুখ-
কোনও ব্যক্তি যদি এই ছবিতে একজন মানুষের মুখ দেখতে পান তাহলে ওই ব্যক্তি অবশ্যই মানসিক ভাবে দৃঢ় এবং মহান মনের মানুষ তিনি। কোনও কঠিন পরিস্থিতিতেই তাঁকে বিচলিত করা যাবে না। এমনকী, ওই ব্যক্তিকে কোনও বিষয়ে ভয় দেখানো যাবে না। কারণ যে কোনও পরিস্থিতির তিনি মোকাবিলা করতে সক্ষম। তবে তাঁর নৈতিক চরিত্রে কিছু ফাঁক রয়েছে যেমন, ওই ব্যক্তির মধ্যে কিছু ভুল বা ত্রুটির লক্ষণ ধরা পড়লেই তিনি নিজেকে গুটিয়ে নেন অন্যদের থেকে। শুধুমাত্র নিজের আবেগকে সংযত রাখা ও তা প্রকাশ থেকে বিরত থাকা সম্পূর্ণ হলে তাঁকে আর পায় কে!
advertisement
আরও পড়ুন- স্বমেহন না কি সঙ্গীর সহবাস, নারীর শরীর-মন সুস্থ থাকবে কী করে?
একটি টেবিল-
কেউ যদি এই ছবিতে সাদা কাপড় দিয়ে মুড়ে দেওয়া একটি টেবিল দেখতে পান তবে ওই ব্যক্তি যে কোনও কিছু বলার থেকে শুনতে বেশি পছন্দ করেন। এক কথায় তিনি একজন দুর্দান্ত শ্রোতা। কেউ কিছু বললে তিনি তা ধৈর্য ধরে শোনেন বলেই অতি সহজেই মানুষের মনের কাছে জায়গা করে নেন ওই ব্যক্তি। তবে সব বুঝেও কোনও কিছুতে সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। সবসময় তিনি একটু ধীরে এবং এক কদম পিছিয়ে চলার নীতিতেই বিশ্বাসী।
একটি চেয়ার-
কেউ যদি এই ছবিতে একটি চেয়ার দেখতে পান তবে ওই ব্যক্তি অবশ্যই সমাজের অন্যান্য মানুষ থেকে বেশ খানিকটা আলাদা। কারণ যে কোনও পরিস্থিতিতে সবাই যা বলে এবং সবাই যে পথে চলে ওই ব্যক্তি অবশ্যই সে বিষয়ে আলাদা মত প্রকাশ করেন। তবে ওই ব্যক্তির ধৈর্য শক্তি একেবারে নেই বললেই চলে। এই কারণেই অনেক সময় তাঁকে বিভিন্ন বিষয়ে হোঁচট খেতে হয় আকছার। এমনকী ওই ব্যক্তি তাঁর চারপাশের পরিস্থিতি এবং জিনিস দ্বারা বিভ্রান্ত হন প্রায়শই।
আরও পড়ুন-রেলে চেপে ঘোড়া ভ্রমণ, গ্রেফতার ঘোড়ার মালিক
একজন মহিলা বই পড়ছেন-
কেউ যদি এই ছবিতে একটি মেয়েকে বই পড়তে দেখেন তাহলে অবশ্যই ওই ব্যক্তি যে একজন বুদ্ধিজীবী মানুষ তা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই। ওই ব্যক্তি সর্বদা নিত্যনতুন বিষয় নিয়ে উদগ্রীব থাকেন। শুধু সেই বিষয় নিয়ে কৌতূহলই নয়, ওই বিষয়টির খুঁটিনাটি না জানা পর্যন্ত হাল ছাড়েন না তিনি। তবে এই ব্যক্তির যে বিষয়ের প্রতি আগ্রহ নেই, তার ছায়া পর্যন্ত মাড়ান না তিনি। এটা অবশ্য তাঁর নৈতিক চরিত্রের দুর্বলতাও বটে। এমনকী, ওই ব্যক্তির যাঁদের প্রতি আগ্রহ নেই, তাঁদের তিনি অবহেলার চোখেই দেখেন।