রেলে চেপে ঘোড়া ভ্রমণ, গ্রেফতার ঘোড়ার মালিক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Horse in Train: রিপোর্ট তলব স্টেশন মাস্টারের থেকে। যাত্রীদের আরও সচেতন হওয়ার আবেদন।
আবীর ঘোষাল, কলকাতা: একটা সময় ছিল, যখন রেল টানত ঘোড়া ৷ এখন অবশ্য উলটপুরাণ ঘোড়া যাচ্ছে ট্রেনে চেপে। তা আবার যে সে ট্রেনে চেপে নয়। ঘোড়া চলল লোকাল ট্রেনের ভেন্ডর কামরায় চেপে।বৃহস্পতিবার রাতে শিয়ালদহ ডায়মন্ডহারবার লোকালের ভেন্ডর কামরায় ঘোড়া নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়৷ তার সূত্র ধরে খোঁজ শুরু করে রেল। কারণ রেলে চেপে ঘোড়া নিয়ে যাওয়ার নিয়ম নেই (Horse in Train)।
ভাইরাল ছবির সূত্র ধরে রেল যোগাযোগ করে রাজ্য পুলিশের সঙ্গে। সোনারপুর থানার পুলিশের সহযোগিতায় শুক্রবার গ্রেফতার করা হল ঘোড়ার মালিক গোফুর আলি মোল্লাকে ৷ ভারতীয় রেলওয়ে বিধি বা আইনানুযায়ী তিনটি ধারায় মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। রেলের অভিযোগ বেআইনি ভ্রমণ, অবৈধভাবে স্থান দখলদারি, বিনা অনুমতিতে ভ্রমণের অভিযোগ আনা হয়েছে। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮ টা ৪৫ মিনিট নাগাদ ট্রেনে করে ঘোড়া যাওয়ার একটা ছবি রিসিভ করেন তারা ৷ সেই ছবি দেখে তারা সন্ধান শুরু করেন ৷ জানা যায় দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে গোফুর ওই ঘোড়া নিয়ে উঠেছিলেন। মোট ২৩ কিমি যাত্রা করেন তিনি। ৮টি স্টেশন পরে তিনি নেমে যান নেত্রা স্টেশনে।
advertisement
advertisement
ভেন্ডার কামরায় ঘোড়া যাত্রা দেখে উৎসাহী হয়ে ওঠেন যাত্রীরা৷ তারা সেলফি তুলতে শুরু করেন। যা দেখে জানাজানি হয় রেলে চেপেছে ঘোড়া। যাত্রীদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন কীভাবে রেলে চেপে ঘোড়া নিয়ে যাওয়া হল? পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‘এই ভাবে রেলে চেপে কোনও ভাবেই ঘোড়া নিয়ে যাওয়া যায় না। শিয়ালদহ থেকে দূরবর্তী স্টেশন হওয়ার কারণে সব সময় নজরদারি রাখা সম্ভব হয় না। তবে রাতের ট্রেনে মহিলা কামরায় পুলিশ থাকে। আমরা রেলের স্টাফদের থেকে রিপোর্ট চেয়েছি।’’
advertisement

একই সঙ্গে রেলের তরফে আবেদন করা হয়েছে যে বা যারা সেলফি তুলেছেন তাদের উচিত ছিল ওই ঘোড়া ও তার মালিককে নামিয়ে দেওয়া। একই সাথে রেলের হেল্পলাইনে যোগাযোগ করা ৷ নাহলে অভিযোগ জানানো রেল কর্মীদের। আগামীদিনে যাতে এই বিষয়ে মানুষ সচেতন হন তা নিয়ে প্রচার চালাবে রেল। রেলের নিয়মানুযায়ী, ঘোড়া কেন কোনও পশুপাখি নিয়ে যাওয়া যায় না। পেট ক্যাট বা পেট ডগ নিয়ে যাওয়া যায়৷ কিন্তু প্রথম শ্রেণির কামরায় ডগ বক্স বা ক্যাট বক্সে করে যেতে হয়। তবে ঘোড়া নিয়ে যেতে হলে ওয়াগন বুক করতে হয়। এক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি৷ তাই আইনত ব্যবস্থা নিচ্ছে রেল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 08, 2022 4:01 PM IST