Kolkata Metro Rail: অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল

Last Updated:

India's first underwater metro tunnel: মাটির তলা কিংবা ওপর দিয়ে রেল ছুটবে- এ আবার এমনকী। কিন্তু শেষ পর্যন্ত কি না গঙ্গা নদীর তলা দিয়ে দ্রুত গতিতে ছুটবে মেট্রো রেল? সেই আশ্চর্যও এবার সম্ভব হতে চলেছে কলকাতাতেই ৷

অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল
অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল
#কলকাতা: একেবারে ব্রিটিশ শাসন থেকে আজ পর্যন্ত কলকাতা আছে কলকাতাতেই। আবারও তা প্রমাণ হল। দেশের প্রথম মেট্রো রেল ব্যবস্থা চালু হয়েছিল কলকাতায়। তা এখন অতীত। কিন্তু অতীতের সেই স্মৃতিকে ফের একবার উসকে দিল মহানগরী। কারণটা অবশ্য স্পষ্ট। মাটির তলা কিংবা ওপর দিয়ে রেল ছুটবে- এ আবার এমনকী। কিন্তু শেষ পর্যন্ত কি না গঙ্গা নদীর তলা দিয়ে দ্রুত গতিতে ছুটবে মেট্রো রেল? সেই আশ্চর্যও এবার সম্ভব হতে চলেছে কলকাতাতেই (India's first underwater metro tunnel)।
প্রথম মেট্রো রেলের মতো প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেলের নিরিখেও দেশে প্রথমের তকমা পাচ্ছে এই শহর। সব কিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতেই কলকাতা থেকে গঙ্গা অথবা হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেলে চেপে পৌঁছানো যাবে হাওড়ায়। এ বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে এই প্রথম মেট্রো রেল ছুটবে গঙ্গা নদীর তলা দিয়ে।
advertisement
advertisement
মাত্র কয়েকদিন আগেই এ বিষয়ে ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। প্রকল্পটি শেষ করতে কাজ চলছে জোর কদমে। সেই লক্ষ্যে আগামী বছরের শুরুতেই এই রুট চালু হবে পুরোমাত্রায়। এই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের প্রথম আন্ডারওয়াটার টানেল করিডোরটি হুগলি নদীর নদীর তলদেশের ৩৩ মিটার নিচে নির্মিত হয়েছে। ২০২৩ সালের মধ্যে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো সংযোগ প্রদান করা হবে। এই রেলপথটি ১৬.৬ কিলোমিটার দীর্ঘ, পূর্ব-পশ্চিম প্রসারণের মধ্যে ৫২০ মিটার হবে হুগলি নদীর নদীর তলায়।
advertisement
বেশ কয়েক বছর আগে থেকেই কলকাতা পূর্ব-পশ্চিম মেট্রো লাইনের এই সম্পূর্ণ প্রকল্পটি নির্মিত হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (KMRCL) তত্ত্বাবধানে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা সম্পর্কে প্রকল্পের দেখভালের দায়িত্বে থাকা কেএমআরসিএল-এর সাইট সুপার ভাইজার মিঠুন ঘোষ যে কোনও রকম জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য ওই টানেলে ওয়াকওয়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাই রেলের প্রধান উদ্দেশ্য, পাশাপাশি এই প্রকল্পের সুবিধা আগামী বছর থেকেই মিলবে বলে জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement