সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ওই ছবিটিতে দেখা যাচ্ছে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর কালো অক্ষরে সারি সারি একটিই সংখ্যা লেখা। সেই সংখ্যাটি হল ‘৯৭৫’। এখানে রয়েছে মোট ১৬টি সারি এবং ১২টি কলাম। তবে এর মধ্যে সব ক’টা সংখ্যাই যে ৯৭৫, সেটা কিন্তু নয়। কারণ এর ভিড়েই লুকিয়ে রয়েছে ‘৯৭৩’ সংখ্যাটি। সেটাই খুঁজে বার করতে হবে। তা-ও মাত্র ৩ সেকেন্ডের মধ্যে। বোঝাই যাচ্ছে, চোখের পলকে গোপন সংখ্যাটা খুঁজে বার করতে গেলে প্রয়োজন হবে বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টির। তাহলে এক বার নিজের দৃষ্টিশক্তি পরখ করে দেখাই যাক। আসলে খুব কম সংখ্যক মানুষই এই চ্যালেঞ্জে উতরে গিয়েছেন। অর্থাৎ মাত্র ১ শতাংশ মানুষই এই জটিল ধাঁধা সমাধান করতে পেরেছেন। এমনটাই খবর সোশ্যাল মিডিয়ায়।
advertisement
আরও পড়ুন- ভারতীয় ছবিতে ইন্টারভ্যাল থাকে কেন? কারণটা অনুমান করতে পারছেন?
তাহলে লুকিয়ে থাকা সংখ্যাটা কি খুঁজে পাওয়া গেল? যদি না পাওয়া যায়, তাহলেও অসুবিধা নেই! আমরাই মুশকিল আসান করে দিচ্ছি! খুঁটিয়ে ছবিটা লক্ষ্য করতে হবে। উপরের দিকে কি রয়েছে? না তো! তাহলে ছবির নীচের ডান দিকের অংশে চোখ রাখা যাক। দেখা যাবে, শেষ থেকে দ্বিতীয় সারির ডান দিক থেকে তিন নম্বরেই লুকিয়ে রয়েছে ৯৭৩। আসলে ৯৭৫-এর ৫ সংখ্যাটাই এখানে দৃষ্টি বিভ্রম তৈরি করছে। যার ফলে ৯৭৩-কে সহজে খুঁজে পাওয়া যায়নি।