সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ট্যুইটারে বিননওয়াইন নামের এক ব্যবহাকারী এই ছবিটি শেয়ার করে লিখেছেন, “আপনারা কি একটা সংখ্যা দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান, তাহলে কী সেটা?
advertisement
ছবিটিতে দেখা যাচ্ছে যে, একটি সাদা ব্যাকগ্রাউন্ড। তার উপর কালো রঙের বৃত্তাকার একটা স্পাইরাল। কালোর ফাঁকে ফাঁকেই রয়েছে সাদা স্ট্রাইপ। আর এই কালো-সাদা বৃত্তের মধ্যেই রয়েছে একটা সংখ্যা। এক ঝলক দেখে কি সেটা খুঁজে বার করা সম্ভব। আসলে সমস্যাটা হল প্রথম দর্শনেই মনে হবে, বৃত্তটা যেন ঘুরছে। অথচ আদতে বৃত্তটা স্থিরই রয়েছে। এবার দেখে নেওয়া যাক কে কত সংখ্যা দেখছেন!
আরও পড়ুন- কেটলি থেকে চা ঢাললে কোন কাপটি সবার আগে ভরবে? মজার এই ধাঁধার উত্তরটা বার করতে পারবেন কি?
ট্যুইটার ব্যবহারকারীরা বিভিন্ন রকম উত্তর দিয়েছেন। এক জন লিখেছেন ‘১৫২৮৩’। আর এক জন লিখেছেন ‘৫২৮’। আবার আর এক নেটিজেন লিখেছেন যে, তিনি দেখছেন ‘৩৪৫২৮৩৯’।
অনেকেই বলছেন, “প্রথম ঝলকে দেখে মনে হচ্ছে গোপন সংখ্যাটা ৫২৮। কিন্তু উপর-নিচে স্ক্রল করতেই দেখা যাবে, এর সঙ্গে আরও সংখ্যা রয়েছে।” এক জন লিখেছেন যে, “ছবিটি স্থির থাকলে ৫২৮-এর পাশের সংখ্যাগুলি দেখা যাচ্ছে না।” আসলে সংখ্যাটা হল ৩৪৫২৮৩৯। কিন্তু প্রথম ঝলকেই শুধুমাত্র ৫২৮ সংখ্যাটাই স্পষ্ট ভাবে দেখা যাবে।