TRENDING:

Optical Illusion: কেটলি থেকে চা ঢাললে কোন কাপটি সবার আগে ভরবে? মজার এই ধাঁধার উত্তরটা বার করতে পারবেন কি?

Last Updated:

ছবিটিতে দেখা যাচ্ছে, একটি রঙবেরঙের নকশা কাটা কেটলি থেকে চা ঢালা হচ্ছে। আর নিচে সাজানো রয়েছে ৭টি কাপ-প্লেট চামচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement

আরও পড়ুন– OnePlus 11 5G Marble Odyssey | সেল এখন লাইভ; ১৩,৩০০ টাকার বেনিফিট ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি ফোনে !

সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ‘অপটিক্যাল ইলিউশনস’ নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি ছবি। খানিকটা অপটিক্যাল ইলিউশন হলেও এটা আসলে একটা পাজল।

advertisement

ছবিটিতে দেখা যাচ্ছে, একটি রঙবেরঙের নকশা কাটা কেটলি থেকে চা ঢালা হচ্ছে। আর নিচে সাজানো রয়েছে ৭টি কাপ-প্লেট চামচ। আর প্রত্যেকটি কাপে একাধিক স্ট্র অথবা নলের মাধ্যমে ওই কেটলি থেকেই চা আসছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কাপটি সবার আগে ভরবে। বিষয়টা বেশ ভাবার মতোই! তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো আছিই সঠিক উত্তর ধরিয়ে দেওয়ার জন্য।

advertisement

আরও পড়ুন– সেল এখন লাইভ; ১৩,৩০০ টাকার বেনিফিট ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি ফোনে !

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ভাল ভাবে ছবিটি খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে, সবার আগে ভর্তি হবে ৬ নম্বর কাপটি। যাঁরা সঠিক উত্তরটা আগেই বুঝে গিয়েছেন, তাঁদের বুদ্ধি কিংবা দেখার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়! এই অপটিক্যাল ইলিউশনের পিছনে কারণটা হল খুব বুদ্ধিদীপ্ত ভাবে স্ট্র বা নলগুলিকে সাজানো হয়েছে। আর নিশ্চিত ভাবে বলা যায়, যে স্ট্র-টি একদম নিচের স্তরে বসানো রয়েছে, সেটা সবার আগে ভরবে। এটার কারণ হল মাধ্যাকর্ষণ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যার ফলে চা সবার প্রথমে ৬ নম্বর কাপে পৌঁছচ্ছে। তবে ৬ নম্বর কাপের সঙ্গে সংযুক্ত স্ট্রয়ের তুলনায় ৪ এবং ৫ নম্বর কাপের সঙ্গে সংযুক্ত স্ট্র নিচের দিকে রয়েছে। কিন্তু ভাল করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে, ৪ ও ৫ নম্বর কাপের সঙ্গে সংযুক্ত স্ট্রয়ের মুখ বন্ধ অবস্থায় রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: কেটলি থেকে চা ঢাললে কোন কাপটি সবার আগে ভরবে? মজার এই ধাঁধার উত্তরটা বার করতে পারবেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল