ইস্টার গিয়েছে বেশ কিছু দিন হয়ে গেল। তার কারণেই আজ এই স্পেশ্যাল অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। আজকের এই চ্যালেঞ্জের ছবি থেকে খুঁজে বার করতে হবে ডিম। অর্থাৎ ছবিতে ক’টা ডিম রয়েছে, সেটা খোঁজাটাই চ্যালেঞ্জ। দেখে সহজ মনে হলেও বিষয়টা কিন্তু অতটাও সহজ নয়। কারণ এই ছবিতে যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আদতে নয়। ডিমের সঠিক সংখ্যা বার করতে কিন্তু অনেক চিন্তা-ভাবনা করতে হবে। সংবাদমাধ্যমের পরিসংখ্যান বলছে যে, ৯৫ শতাংশ মানুষই ব্যর্থ হয়েছেন। তবে ৫ শতাংশ মানুষ সঠিক সংখ্যা বলতে পেরেছেন। বলা যায়, এই ৫ শতাংশ মানুষের আইকিউ অত্যন্ত বেশি।
advertisement
আরও পড়ুন- স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্বামীর ! মামলা গেল আদালতে
তবে হাল ছাড়লে চলবে না। ছবিটায় চোখ বোলানো যাক। ছবিতে দেখা যাচ্ছে যে, ডিমের একটি ট্রে-তে রয়েছে প্রচুর ডিম। আপাত দৃষ্টিতে মনে হবে, ট্রে-তে মোট ১৬ থেকে ১৭টি ডিম রয়েছে। কিন্তু বিষয়টা কি এতই সহজ? একেবারেই না! আসলে ট্রে-তে এর থেকেও অনেক বেশি সংখ্যক ডিম রয়েছে। কিন্তু কীভাবে? আসলে মনে করতে হবে যে, এটি যদি ত্রিমাত্রিক বা ৩ডি ছবি হত, তাহলে কটা ডিম থাকত। এটা ধরে নিয়েই হিসেবটা করতে হবে। এবার হিসেব করার সময় নীচের দিক থেকেই গোনা শুরু করতে হবে। হিসেব করলে দেখা যাবে যে, শুধু নিচের থাকেই রয়েছে মোট ১৬টি ডিম। আর সেই হিসেব অনুযায়ী, তার পরের স্তরে সাজানো রয়েছে মোট ৯টি ডিম। আর তার উপরের দিকের স্তরে রয়েছে মোট ৪টি ডিম। আর সবার উপরে ১টি ডিম। ফলে সব মিলিয়ে যোগ করলে দাঁড়াবে ১৬+৯+৪+১= ৩০। তাহলে যেটা দেখা গেল, সেটা হল ওই ট্রে-তে রয়েছে মোট ৩০টি ডিম।