সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ‘অপটিক্যাল ইলিউশনস’ নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি ছবি। তাতে যেন নানা রঙ ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে পিক্সেলেটেড ছবি। দেখে যাচ্ছে, লাল, পার্পল, সবুজ, কালো এবং সাদা রঙের ক্যালাইডোস্কোপ। সব রঙ যেন একে অপরের সঙ্গে মিশে গিয়েছে। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ফিল্মের নাম। ছবিটির উপরের সাদা অংশেই লেখা রয়েছে সে কথা। ক্যাপশনে লেখা, ‘অ্যানাদার ফান ওয়ান ফ্রম পাজলস’।
advertisement
এই পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে নেটিজেনদের নানা রকম কমেন্টে। অনেকেই আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘স্নো হোয়াইট’! কেউ কেউ বলেছেন ‘দ্য স্মার্ফস’! এক জন আবার মন্তব্য করেছেন, ‘দ্য লিটল মারমেড’। আর এক নেটিজেনের দাবি, ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’। বিষয়টা সত্যি খুবই মজাদার! যা-ই হোক, এ তো না হয় গেল নানা মুনির নানা মত। এবার আসল নামটা বলে দেওয়া যাক।
এই ছবিটিতে যে ফিল্মের নাম লুকিয়ে রয়েছে সেটি হল ১৯৮৯ সালের ওয়াল্ট ডিজনির অ্যানিমেটেড ফিল্ম ‘দ্য লিটল মারমেড’। ওই ফিল্মের এরিয়াল এবং উরসুলা নামের দু’টি কিংবদন্তি চরিত্রই সুনিপুণ ভাবে অপটিক্যাল ইলিউশনের এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। যাঁরা ছবির মধ্যে থেকে লুকিয়ে থাকা মুভির নাম অনায়াসে বার করে ফেলেছেন, তাঁদের বুদ্ধির তারিফ করতেই হয়! এমনকী, তাঁরা অপটিক্যাল ইলিউশন সমাধানেও দক্ষ!