সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে, সারি সারি ঘোড়ার কালো অবয়ব। দেখে মনে হচ্ছে ঘোড়াগুলি দৌড়চ্ছে। তবে এর মধ্যে একটি ঘোড়ার লেজ নেই। আর মাত্র ৫ সেকেন্ডে সেই লেজবিহীন ঘোড়াটিকে খুঁজে বার করতে হবে।
advertisement
আরও পড়ুন– পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ ? জেনে রাখা অত্যন্ত প্রয়োজন
এই চ্যালেঞ্জ যতটা সহজ বলে মনে হচ্ছে, ততটা কিন্তু নয়। কারণ ঘোড়াগুলির কালো অবয়ব চোখে যেন ধাঁধা লাগিয়ে দিচ্ছে। তাই সারি সারি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। যাঁরা লেজবিহীন ঘোড়াটিকে নির্ধারিত সময়ের মধ্যেই খুঁজে পেয়ে গিয়েছেন, তাঁদের দৃষ্টিশক্তির জবাব নেই। যদিও খুবই কম সংখ্যক মানুষই এই চ্যালেঞ্জে সফল হতে পেরেছেন। যাই হোক, কথা না বাড়িয়ে চ্যালেঞ্জের উপর মনোনিবেশ করা যাক। ৫ সেকেন্ড কিন্তু খুবই কম সময়। চোখের নিমেষে ফুরিয়ে যায় সময়। এতক্ষণে দেখতে কি পেলেন কেউ লেজবিহীন ঘোড়াটিকে? না দেখে থাকলেও অসুবিধা নেই। আমরাই বলে দিচ্ছি উত্তরটা। ছবিটির নীচের দিক থেকে তিন নম্বর সারির বাম দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে লেজবিহীন ঘোড়াটি।