পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ ? জেনে রাখা অত্যন্ত প্রয়োজন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
What Smells Do Snakes Hate: কী ভাবে নিরাপদে সাপ তাড়ানো যায়? এই পৃথিবীতে কি এমন কিছু আছে যার গন্ধই সাপকে তাড়াতে পারে? এই বিষয়গুলি সম্পর্কে জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement
advertisement
নির্মলা ঠাকুর নামে এক ব্যবহারকারী বলেন- ‘ফোর্ট নামক একটি পাউডার রয়েছে। এই পাউডারের গন্ধে সাপ ধারে কাছে আসতে পারে না।’ দেবেশ পণ্ডিত নামে আর এক ব্যক্তি জানিয়েছেন, ‘‘আমি পড়েছি যে ঘরে প্রতিদিন ‘ঘুড়বাচ’, ‘ঘোড়া বাচ’ বা ‘বাচ’ নামক ভেষজ পোড়ানো হলে এবং যদি ধূমপান করা হয় তবে সাপ আসে না।’ Representative Image
advertisement
রাজেন্দ্র কুমার নামে এক ব্যবহারকারী বলেন, ‘সাপ কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না এবং এর কাছেও আসে না।’ সাধারণ মানুষ তাঁদের মতো করে, তাঁদের জানা বা শোনা নানা ঘটনা থেকে এই সব উত্তর দিয়েছেন। কিন্তু এই বিষয়ে নির্ভরযোগ্য সূত্রগুলি কী বলে, দেখে নেওয়া যাক। জীব সম্পর্কিত ওয়েবসাইট az-animal এমন ১৪টি জিনিসের কথা উল্লেখ করেছে, যার গন্ধে সাপ পালিয়ে যেতে পারে। Representative Image
advertisement
এর মধ্যে প্রধান হল রসুন এবং পেঁয়াজ। এ ছাড়া রয়েছে, পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যামোনিয়া গ্যাস। অনেক সময় সাপও ধোঁয়ায় আক্রান্ত হয়। অর্থাৎ, ধোঁয়া দিয়েও তাড়িয়ে দেওয়া যায়। সাপেরা এই সমস্ত জিনিসের গন্ধকে খুব অদ্ভুত বলে মনে করে, তাই তারা এর থেকে পালানোর চেষ্টা করে। এই জিনিসগুলি ঘরে রাখলে সাপ আসবে না। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)