TRENDING:

Optical Illusion: দুর্ধর্ষ এই অপটিক্যাল ইলিউশনে লুকিয়ে একটা নম্বর, সবাই দেখছেন সবার চেয়ে আলাদা, আপনি কী পেলেন?

Last Updated:

Optical Illusion Image: এক এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা এই ছবি অনেক ইউজারকেই ফেলে দিয়েছে ধন্দে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
দুর্ধর্ষ এই অপটিক্যাল ইলিউশনে লুকিয়ে একটা নম্বর, সবাই দেখছেন সবার চেয়ে আলাদা, আপনি কী পেলেন?
দুর্ধর্ষ এই অপটিক্যাল ইলিউশনে লুকিয়ে একটা নম্বর, সবাই দেখছেন সবার চেয়ে আলাদা, আপনি কী পেলেন?
advertisement

আরও পড়ুন– স্কুটি দিয়ে গম পেষার এক নতুন উপায় আবিষ্কার করেছেন এই মহিলা; ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা

সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় কালো রঙের ডোরা ধূসর এক ব্যাকগ্রাউন্ডে মিলে-মিশে এমন এক বৃত্ত তৈরি করেছে, যা খানিকক্ষণ তাকিয়ে থাকলে ঘুরছে বলে মনে হতে পারে, এবার তার মধ্যেই ধূসর রঙে এমন ভাবে কিছু সংখ্যা মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। বিদেশের এক এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা এই ছবি অনেক ইউজারকেই ফেলে দিয়েছে ধন্দে।

advertisement

( Image: @benonwine/Twitter (X))

আরও পড়ুন– বছরে মাত্র ১৫ দিন মেলে এই মিষ্টি, চাহিদাও থাকে তুঙ্গে; বিক্রি হয় ১০০ টনেরও বেশি

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

কেন না, একে তো তাকিয়ে থাকতে হচ্ছে ঘূর্ণায়মান বৃত্তে, এবার তার মধ্যে মিশে থাকা সংখ্যা ঠিক কী কী রয়েছে আর তারা মিলে কোন নম্বর তৈরি করেছে, ধরা বেশ মুশকিলের হয়ে দাঁড়িয়েছে, ফলে এক ইউজার যা দেখছেন, তাঁর সঙ্গে অন্যের হিসেব মিলছে না। আপাতদৃষ্টিতে বেশ মন দিয়ে তাকালে বৃত্তের মাঝে দেখতে পাওয়া যাবে ৫২৮। এবার যদি কেউ আরও খুঁটিয়ে দেখেন, যদি চোখ না ধরে যায়, তাহলে বাঁ দিকে ১ আর একেবারে শেষে ডান দিকে ৩-ও দেখা যাবে, সব মিলিয়ে নম্বরটা দাঁড়ায় ১৫২৮৩। যাঁদের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ, তাঁদের হিসেবও কি তাই বলছে?

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: দুর্ধর্ষ এই অপটিক্যাল ইলিউশনে লুকিয়ে একটা নম্বর, সবাই দেখছেন সবার চেয়ে আলাদা, আপনি কী পেলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল