সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় কালো রঙের ডোরা ধূসর এক ব্যাকগ্রাউন্ডে মিলে-মিশে এমন এক বৃত্ত তৈরি করেছে, যা খানিকক্ষণ তাকিয়ে থাকলে ঘুরছে বলে মনে হতে পারে, এবার তার মধ্যেই ধূসর রঙে এমন ভাবে কিছু সংখ্যা মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। বিদেশের এক এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা এই ছবি অনেক ইউজারকেই ফেলে দিয়েছে ধন্দে।
advertisement
আরও পড়ুন– বছরে মাত্র ১৫ দিন মেলে এই মিষ্টি, চাহিদাও থাকে তুঙ্গে; বিক্রি হয় ১০০ টনেরও বেশি
কেন না, একে তো তাকিয়ে থাকতে হচ্ছে ঘূর্ণায়মান বৃত্তে, এবার তার মধ্যে মিশে থাকা সংখ্যা ঠিক কী কী রয়েছে আর তারা মিলে কোন নম্বর তৈরি করেছে, ধরা বেশ মুশকিলের হয়ে দাঁড়িয়েছে, ফলে এক ইউজার যা দেখছেন, তাঁর সঙ্গে অন্যের হিসেব মিলছে না। আপাতদৃষ্টিতে বেশ মন দিয়ে তাকালে বৃত্তের মাঝে দেখতে পাওয়া যাবে ৫২৮। এবার যদি কেউ আরও খুঁটিয়ে দেখেন, যদি চোখ না ধরে যায়, তাহলে বাঁ দিকে ১ আর একেবারে শেষে ডান দিকে ৩-ও দেখা যাবে, সব মিলিয়ে নম্বরটা দাঁড়ায় ১৫২৮৩। যাঁদের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ, তাঁদের হিসেবও কি তাই বলছে?