সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ট্যুইটারের ক্রেজি অপটিক্যাল ইলিউশন নামে এক জনপ্রিয় পেজে এই পোস্টটি শেয়ার করা হয়েছে। এই পেজে হামেশাই নানা ধরনের অপটিক্যাল ইলিউশন ধাঁধা পোস্ট করা হয়। যা ট্যুইটার ব্যবহারকারীদের রীতিমতো কালঘাম ছুটিয়ে দেয়। সাম্প্রতিক পোস্টে একটি দুর্দান্ত ধাঁধা শেয়ার করা হয়েছে। ছবিটিতে সুচতুর ভাবে ব্লক সাজিয়ে একটা দৃষ্টি বিভ্রম সৃষ্টি করা হয়েছে। তাতে লেখা রয়েছে, ছবিতে কতগুলি ব্লক রয়েছে, সেটা কি খুঁজে বার করতে পারবেন! এই পোস্টটি প্রচুর মানুষ পছন্দ করেছে। আবার কমেন্ট বক্সেও নানা উত্তরে উপচে পড়েছে।
advertisement
একজন ব্যবহারকারী লিখেছেন যে, “আমি ৪টে ব্লক দেখছি। কিন্তু কখনও আবার মনে হচ্ছে ৩টে ব্লক রয়েছে। মনে হচ্ছে এটা দৃষ্টিকোণের উপর নির্ভর করছে।” আর এক ব্যবহারকারী লিখছেন যে, “৩টে ব্লকই দেখা যাচ্ছে। আসলে এই ইলিউশন বেশ কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু তা খুঁটিয়ে লক্ষ্য করলেই সঠিক উত্তর পাওয়া যাবে।” আর এক নেটিজেন জানান যে, “এই ধাঁধা রীতিমতো কালঘাম ছুটিয়ে দিচ্ছে।” এক নেটাগরিকের আবার বক্তব্য, “প্রায় ৩০ মিনিট ধরে ছবিটি খুঁটিয়ে দেখছি। তবে আমি ৩টি ব্লকই দেখতে পাচ্ছি। আমি কি ভুল দেখছি?”