সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আঁকা একটি মানুষের মুখের অবয়ব। তার মধ্যেই চোখে পড়তে পারে একটি ইঁদুরও। তবে মজার বিষয় হচ্ছে, প্রথমেই যে সকলে একই দৃশ্য দেখবেন, এমনটা একেবারেই নয়। আর কে কোনটা প্রথমে দেখছেন, তার থেকে প্রকাশ পাবে ব্যক্তিত্বের গোপন দিক। বলা ভাল, এই ছবির থেকেই বোঝা যাবে, কোন মানুষ কতটা মনোযোগী।
advertisement
মানুষের মুখ:
যাঁরা প্রথমেই এই দৃশ্য দেখবেন, তাঁদের সাধারণত আশপাশে কী ঘটছে, সেই বিষয়গুলি নিয়ে থাকে গভীর জ্ঞান। সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করেন তাঁরা। নিয়মকানুন মেনে চলেন এবং কাজ হাতে নিলে তা শেষ করতেই পছন্দ করেন। সূক্ষ্ম বিষয়ের প্রতি এঁদের গভীর মনোযোগ প্রশংসনীয়।
একটি ইঁদুর:
যাঁরা এই দৃশ্য প্রথমেই দেখছেন, তাঁদের মধ্যে খুঁটিয়ে দেখার ক্ষমতা মারাত্মক। বিভিন্ন দিক থেকে পরিস্থিতির পর্যালোচনা করতে ভালবাসেন এঁরা। তথ্যের খুঁটিনাটি বিষয়ের উপরে থাকে এঁদের গভীর মনোযোগ।