সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিতে এত কিছুর ভিড় সাজানো রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। কেন না, এখানে দেখা যাচ্ছে এক পার্কের ছবি। বাচ্চারা ছুটোছুটি করে খেলছে, স্লিপ বেয়ে নামছে-উঠছে, দোলনায় চড়ছে, একটু বড় একজন আবার বেঞ্চে বসে মোবাইল ঘাঁটতে ব্যস্ত, পাশে শুয়ে তার বিড়াল। এত কিছুর মধ্যে যে বাঘটাকে আমাদের খুঁজে বের করতে হবে, তাও আবার মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে, সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই বাঘ ঘাপটি মেরে।
চোখ রাখতে হবে ছবির ডান দিকের একেবারে কোণের ঝোপে, সেখানে ফুল ফুটে রয়েছে, আর তারই মাঝে উঁচিয়ে আছে বাঘটার ডোরাকাটা লেজ, তাকে পুরোটা দেখা যাচ্ছে না, দেখা গেলে আর লুকিয়ে থাকার মানে কী, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?