TRENDING:

Optical Illusion : স্ত্রীকে হারিয়ে বিভ্রান্ত চাষি, ১১ সেকেন্ডের মধ্যে ছবি থেকে চাষির বউকে দেখতে পেলে আপনি চৌখস

Last Updated:

Optical Illusion : মনের খোরাক হিসেবে অনেকেই অপটিক্যাল ইলিউশন বা ধাঁধাঁ ও হেয়ালির সন্ধান করতে থাকেন ৷ সেই তালিকায় যোগ হয়েছে নতুন এক ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধাঁধাঁ হেঁয়ালি খামখেয়ালি এখন আর শুধু বাচ্চাদের নয় ৷ সব বয়সিদের কাছেই প্রিয় ৷ সময় কাটানোর পাশাপাশি দিব্যি মগজ সঞ্চালনও হয় এতে ৷ ইন্টারনেটের দুনিয়াতেও নিত্যনতুন ধাঁধাঁর যোগান আসতেই থাকে ৷ মনের খোরাক হিসেবে অনেকেই অপটিক্যাল ইলিউশন বা ধাঁধাঁ ও হেয়ালির সন্ধান করতে থাকেন ৷ সেই তালিকায় যোগ হয়েছে নতুন এক ছবি ৷
advertisement

সেই স্কেচে দেখা যাচ্ছে গ্রামের পথে এক কৃষক দাঁড়িয়ে আছেন ৷ তাঁর ডান হাতে ধরা আছে একটি আঁকশি ৷ বাঁ হাত মাথার পিছনে ৷ যেন মাথা চুলকোচ্ছেন ৷ তাঁর চারপাশে দেখা যাচ্ছে গাছপালা ও ঝোপঝাড় ৷ অদূরে দেখা যাচ্ছে একটি কুঁড়েঘরও ৷ এই ছবিতে লুকিয়ে আছে তাঁর স্ত্রী মুখও ৷ তাঁকে খুঁজে পেয়ে আপনি তাঁকে সাহায্যও করতে পারেন ৷

advertisement

আরও পড়ুন : ‘কালা চশমা’ গানের তালে শরীরী হিল্লোলের সঙ্গে ভলিবল ! এই মহিলারাই এখন নেটদুনিয়ার ফেভারিট!

আরও পড়ুন :  এক শহরে বসে অর্ডার দিন আর এক শহরের খাবার! কত সময় লাগবে, Zomato কীভাবে পরিষেবা দেবে, জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আপাতভাবে ছবিতে ওই কৃষক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না ৷ একমাত্র অতি বিচক্ষণরাই তাঁদের চটজলদি বুদ্ধির সাহায্যে খুঁজে পাবেন সেই মুখাবয়ব ৷ তার জন্য ছবিতে সরাসরি চোখ রাখলে হবে না ৷ দেখতে হবে কোণাকুণি ভাবে ৷ তাও যদি বুঝতে না পারেন তাহলে আপনার হাতের স্মার্টফোনটিকে ঘুরিয়ে নিন উপর নীচ ৷ এ বার কাজ অনেক সহজ ৷ পেন্সিলে আঁকা মহিলা মুখের স্কেচ সহজেই খুঁজে পাবেন ৷ যে হাতে আঁকশি ধরে আছেন ওই কৃষক, তার নীচে একটা ঝোপের মধ্যে খুঁজে পাবেন নারীমুখ ৷ ঝোপের ঝরাপাতার মধ্যে দেখতে পাবেন সেই মুখটিকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion : স্ত্রীকে হারিয়ে বিভ্রান্ত চাষি, ১১ সেকেন্ডের মধ্যে ছবি থেকে চাষির বউকে দেখতে পেলে আপনি চৌখস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল