সেই স্কেচে দেখা যাচ্ছে গ্রামের পথে এক কৃষক দাঁড়িয়ে আছেন ৷ তাঁর ডান হাতে ধরা আছে একটি আঁকশি ৷ বাঁ হাত মাথার পিছনে ৷ যেন মাথা চুলকোচ্ছেন ৷ তাঁর চারপাশে দেখা যাচ্ছে গাছপালা ও ঝোপঝাড় ৷ অদূরে দেখা যাচ্ছে একটি কুঁড়েঘরও ৷ এই ছবিতে লুকিয়ে আছে তাঁর স্ত্রী মুখও ৷ তাঁকে খুঁজে পেয়ে আপনি তাঁকে সাহায্যও করতে পারেন ৷
advertisement
আরও পড়ুন : ‘কালা চশমা’ গানের তালে শরীরী হিল্লোলের সঙ্গে ভলিবল ! এই মহিলারাই এখন নেটদুনিয়ার ফেভারিট!
আরও পড়ুন : এক শহরে বসে অর্ডার দিন আর এক শহরের খাবার! কত সময় লাগবে, Zomato কীভাবে পরিষেবা দেবে, জানুন
আপাতভাবে ছবিতে ওই কৃষক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না ৷ একমাত্র অতি বিচক্ষণরাই তাঁদের চটজলদি বুদ্ধির সাহায্যে খুঁজে পাবেন সেই মুখাবয়ব ৷ তার জন্য ছবিতে সরাসরি চোখ রাখলে হবে না ৷ দেখতে হবে কোণাকুণি ভাবে ৷ তাও যদি বুঝতে না পারেন তাহলে আপনার হাতের স্মার্টফোনটিকে ঘুরিয়ে নিন উপর নীচ ৷ এ বার কাজ অনেক সহজ ৷ পেন্সিলে আঁকা মহিলা মুখের স্কেচ সহজেই খুঁজে পাবেন ৷ যে হাতে আঁকশি ধরে আছেন ওই কৃষক, তার নীচে একটা ঝোপের মধ্যে খুঁজে পাবেন নারীমুখ ৷ ঝোপের ঝরাপাতার মধ্যে দেখতে পাবেন সেই মুখটিকে ৷