TRENDING:

Optical Illusion: তিন খুদে তো খুঁজে খুঁজে হয়রান, ওদের একটু সাহায্য করুন দেখি, পারবেন লুকানো একটা মুখ ছবি থেকে বের করতে?

Last Updated:

Optical Illusion for Testing Your IQ: গড় বুদ্ধিমত্তার উপরের লোকেরা ৭ সেকেন্ডের মধ্যেই লুকানো মুখ দেখতে পাবেন। ছবির তিন খুদে সাফ বোঝা যাচ্ছে পারছে না, একবার চেষ্টা করে দেখলে হয় না কত সময় লাগে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছবির ধাঁধার বুদ্ধির পরীক্ষা এখন আর ততটাও নতুন কিছু নয়, এতটাই বিষয়টি জনপ্রিয়। সমস্যা হল এই ছবিতে গ্রামাঞ্চলের এক দৃশ্যে একটি মানুষের মুখ লুকানো রয়েছে। খুঁজতে হবে সেই লুকানো মুখ। গড় বুদ্ধিমত্তার উপরের লোকেরা ৭ সেকেন্ডের মধ্যেই লুকানো মুখ দেখতে পাবেন। ছবির তিন খুদে সাফ বোঝা যাচ্ছে পারছে না, একবার চেষ্টা করে দেখলে হয় না কত সময় লাগে?
Optical Illusion for Testing Your IQ
Optical Illusion for Testing Your IQ
advertisement

অপটিক্যাল ইলিউশন বা ছবিতে দৃষ্টি ভ্রম এমন এক বস্তু বা ছবি যা মানুষের মস্তিষ্ককে কোনও বস্তুকে উপলব্ধি করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে। শারীরিক, শারীরবৃত্তীয় এবং বুদ্ধিমত্তা বিভ্রমের মতো বিভিন্ন ধরনের ছবির ধাঁধা বা বিভ্রম রয়েছে।

গবেষণায় দেখা গিয়েছে যে, একটি সাধারণ মানুষের মস্তিষ্ক প্রতিটি কোণ থেকে বিভিন্ন উপলব্ধি গঠন করে জিনিস বা চিত্রগুলিকে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পারে। অনেক সময়, এই চিত্রবিভ্রমগুলি মনোবিশ্লেষণ পরীক্ষার একটি অংশ হয়ে ওঠে কারণ এগুলি কোনও ব্যক্তি কী ভাবে জিনিসগুলি উপলব্ধি করে তার দিক নির্দেশ করে। আর সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার স্তর কেমন তাও বোঝার উপর আলোকপাত করে।

advertisement

আরও পড়ুন- এবার বিস্ফোরক বিজেপি নেতা সায়ন্তন বসু, দলের শীর্ষ নেতৃত্বকে পাঠালেন চিঠি 

এই ছবিতে গ্রামাঞ্চলের এক দৃশ্যে একটি মানুষের মুখ লুকানো রয়েছে। ছবির ভিতরে লুকানো সেই মানুষের মুখ খুঁজে বের করতে হবে। গড় বুদ্ধিমত্তার উপরের লোকেরা ৭ সেকেন্ডের মধ্যেই লুকানো মুখ দেখতে পাবেন। আর আমরা?

advertisement

এই চিত্রবিভ্রমটা একটা জটিল ধাঁধা এবং এটি প্রাপ্তবয়স্ক ও শিশুদের উভয়ের মস্তিষ্কের জন্যই একটি টিজার হিসাবে তৈরি করা হয়েছে৷ এই ছবিতে গ্রামাঞ্চলের এক দৃশ্যে একটি মানুষের মুখ লুকানো রয়েছে। সেই মুখটিকে তিনটি ছেলেই খুঁজছে। লুকিয়ে থাকা মুখটিকে খুঁজতে গিয়ে তিনটি ছেলেই তাদের সঙ্গে একটি কাঠের লাঠি নিয়ে যাচ্ছে। এই অপটিক্যাল বিভ্রমের সবচেয়ে জটিল অংশটি হল গ্রামাঞ্চলের ছবিতে লুকানো লোকটির মুখটি চিহ্নিত করা যেখানে রয়েছে একটি খামার বাড়ি এবং তা গাছ দিয়ে ঘেরা।

advertisement

আরও পড়ুন- একসঙ্গে তুলা রাশিতে গোচর করবে চারটি প্রধান গ্রহ; ভাগ্যে পড়তে চলেছে ব্যাপক প্রভাব, সতর্ক থাকুন!

ধাঁধার উত্তরটা হল ফুলসহ এক ভদ্রমহিলার সুন্দর ছবি। সাধারণত মানুষ দেখবে যে তিনটে ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর হয় তো তাদের কাছাকাছি কোথাও লুকিয়ে আছে একজন লোক। তেমনটা কিন্তু নয়। ৭ সেকেন্ডের মধ্যে লুকানো মানুষের মুখ দেখতে না পেলে মুষড়ে পড়ার কিছু নেই। ধাঁধার সমাধান করতে হাজার হাজার প্রাপ্তবয়স্ক তাদের মাথার চুল ছিঁড়তে বাধ্য হয়েছেন প্রায়।

advertisement

কোনও ক্লু লাগবে কি?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ছবিটা ভাল ভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ছবির ভিতরে লুকানো মানুষের মুখটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে এক মনে। সেই লুকানো মুখ খুঁজে পাওয়া খুব কঠিন বলে মনে হতে পারে, তবে আমরা যদি ছবিটিকে উল্টো দিকে কাত করি, তবে তিনটি ছেলের কাছে সেই মুখটাকে লুকিয়ে থাকতে দেখতে সক্ষম হব। ছবিটির ডান দিকে এক সুন্দরী মহিলার মুখ গাছের আড়ালে লুকানো রয়েছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: তিন খুদে তো খুঁজে খুঁজে হয়রান, ওদের একটু সাহায্য করুন দেখি, পারবেন লুকানো একটা মুখ ছবি থেকে বের করতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল