দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবির মধ্যে লুকিয়ে থাকে এমন কোনও বিষয় যা হয় তো চোখের সামনেই রয়েছে। অথচ, খোলা চোখে তাকে দেখেও দেখা যাচ্ছে না। খুব বুদ্ধিমান মানুষের পক্ষেও অনেক সময় এসব ধাঁধার সমাধান করা সম্ভব হয় না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি এমন ছবি ভাইরাল হয়েছে যা দৃষ্টি বিভ্রম তৈরি করছে। এ ছবিতে দেখা যাচ্ছে তিনটি তরুণীকে। তারা একটি বাড়ির বাইরে পরস্পরের খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। সকলেরই একজন করে প্রেমিক রয়েছে। কিন্তু তরুণীদের পরিবারে ভয়ে তারা কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। মজার কথা এটাই যে লুকিয়ে থাকলেও ছবিতে তিনটি যুবকেই দেখা যাচ্ছে। এই তিন প্রেমিককে খুঁজে বের করাই এই খেলার চ্যালেঞ্জ।
advertisement
কিন্তু সেখানে রয়েছে একটি শর্ত। আর সেটাই এই খেলাটিকে আরও কঠিন করে তুলছে। তিন প্রেমিককে খুঁজে বের করার জন্য সময় দেওয়া হবে মাত্র ২০ সেকেন্ড।
শুনতে কঠিন মনে হলেও যদি কেউ খুব ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন হন, তা হলে এই কাজ তাঁর কাছে খুব কঠিন মনে হওয়ার কথা নয়। আর প্রথম দুই প্রেমিককে খুঁজে বের করতেও খুব দেরি হবে না। ২০ সেকেন্ড সময় সে ক্ষেত্রে যথেষ্ট বলেই মনে হবে। কিন্তু সমস্যা হচ্ছে তৃতীয় জনকে নিয়ে। সে যে কোথায় লুকিয়েছে তা খুঁজতেই হয়রান বেশির ভাগ মানুষ।
তবে এই খোঁজাখুঁজিতে বেশ কিছুটা শান পড়ে মগজে, এ কথা জানাচ্ছেন বিজ্ঞানীরাই। তাই এই ধরনের খোঁজাখুঁজিতে আখেরে লাভই আছে।
আর নির্দিষ্ট সময়ের মধ্যে তিন প্রেমিককে খুঁজে বের করতে পারলেই বুঝতে হবে বুদ্ধির জোর আছে।
একটু যত্ন করে লক্ষ করলেই দেখা যায় ছবির ডান দিকে রাস্তার পাশে দুই যুবকের মুখ। তারা রাস্তার পাশেই লুকিয়েছে। তৃতীয় জন কিন্তু রয়েছে বাঁ দিকে। ভাল করে দেখলে গাছের উপর তার মুখ দেখা যেতে পারে।