আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটাএত রঙের এত জিনিস একসঙ্গে ভিড় করে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। কেন না, এখানে দেখা যাচ্ছে এক বসার ঘরের ছবি। সেখানে বসে উল বুনে চলেছেন ঠাকুমা, সারা ঘরের এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে উলের গোলা।
আরও পড়ুন: ছোট্ট মেয়েটির বেডরুমে লুকিয়ে একটি মৌমাছি! ৭ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে
দুই পুষ্যি বিড়াল আবার হাঙ্গামা বাধিয়েছে এই জটলার মধ্যে। ঘরে যে সব জিনিস রয়েছে, তার বেশিরভাগই গোলাকৃতির। এবার, এই সব কিছুর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা বল, তাও আবার মাত্র ৭ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের। সেই জন্য বলা হয়েছে, মাত্র ২ শতাংশ সফল হয়েছেন চ্যালেঞ্জ নিয়ে।
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই বল। চোখ রাখতে হবে ঠাকুমা যে চেয়ারে বসে উল বুনছেন সেখানে, তাঁর একপাশে রয়েছে নীল-হলুদ রঙের মিশেলের এক ফুটবল, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে সেটা, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?