সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে হাসপাতালের কেবিনের একটি দৃশ্য। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর মাথায় ব্যান্ডেজ। শরীরের অনেকটাই অংশ চাদরে ঢাকা। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিন জন গর্ভবতী মহিলা।
advertisement
আরও পড়ুন: সৌভাগ্য ফেরাতে আজ কৌশিকী অমাবস্যার রাতে এই কাজগুলি করুন, জানুন জ্যোতিষকথা
আসলে কয়েক সপ্তাহ আগেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর স্মৃতি আংশিক ভাবে হারিয়ে গিয়েছে। ওই ব্যক্তির শুধু এটুকুই মনে আছে যে, তাঁর বউ অন্তঃসত্ত্বা। খুব শীঘ্রই তাঁদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। যাই হোক, এবার মুশকিল হল, ওই ব্যক্তির স্মৃতিভ্রংশ হওয়ার সুযোগে হাসপাতালে এসে হাজির হয়েছেন তিন জন অন্তঃসত্ত্বা মহিলা। যাঁরা নিজেদের ওই ব্যক্তির স্ত্রী বলে দাবি করছেন। এবার ৫ সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তির সত্যিকারের বউ কোন মহিলা, সেটা খুঁজে বার করতে হবে।
আরও পড়ুন: শুধু অমিতাভ নয়, স্মিতার মৃত্যুর পরই রাজ বব্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রেখা!
ফলে আরও একবার নিজের ভিতরকার গোয়েন্দাটাকে জাগিয়ে তোলা যাক। বিষয়টা ততটাও কিন্তু কঠিন নয়। কারণ ছোট ছোট ক্লু কিন্তু সারা ছবি জুড়েই ছড়িয়ে রয়েছে। এই রহস্যভেদ করার জন্য আহত ওই ব্যক্তিকে স্বামী বলে দাবি করা তিন মহিলাকে ভাল করে খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। তাহলে রহস্যের সমাধান কি হল? কারণ ৫ সেকেন্ড তো খুবই কম সময়। ফলে সময় তো ফুরিয়ে আসছে। এই ছবিটির ধাঁধা না বোঝা গেলেও অবশ্য সমস্যা নেই। আমরা তো সব সময় রয়েছিই। তাহলে বলে দেওয়া যাক সমাধান।
জানা গিয়েছে যে, ওই ব্যক্তির স্ত্রী খুব শীঘ্রই সন্তানের জন্ম দেবেন। তবে একেবারে বাম দিকে লাল রঙের টপ পরিহিত মহিলাকে দেখে মনে হচ্ছে না যে, তাঁর সন্তান খুব শীঘ্রই জন্ম নেবে। ফলে তিনি ওই ব্যক্তির স্ত্রী নন। এবার আসা যাক গোলাপি টপ পরা মাঝের মহিলার কাছে। তাঁর পায়ের দিকে তাকালে দেখা যাবে যে, তিনি উঁচু হিল জুতো পরে রয়েছেন। এবার অন্তঃসত্ত্বা অবস্থায় সচরাচর কেউ হিল পরেন না। ফলে তিনিও ওই ব্যক্তির স্ত্রী নন। আর ডান দিকে দাঁড়ানো সবুজ রঙা ড্রেস পরা মহিলার পায়ের দিকটা লক্ষ্য করলে দেখা যাবে, তাঁর জুতোর লেস বাঁধা নয়। আসলে শরীরের ভারে ঝুঁকে সেটা বাঁধা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ফলে বোঝাই যাচ্ছে যে, খুব শীঘ্রই সন্তান আসতে চলেছে তাঁর। তাহলে ডান দিকে দাঁড়ানো মহিলাই ওই ব্যক্তির আসল স্ত্রী।