আরও পড়ুনঃ বলুন তো ভারতের সবচেয়ে দামি চকোলেট কী? দাম শুনলে চোখ কপালে উঠবে!
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নিয়ে তুলকালাম চলছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় নানা রঙের মধ্যে এক ইঁদুর এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। এই ছবি হাতে আঁকা। সেখানে দেখা যাচ্ছে এক ডিপার্টমেন্টাল স্টোরে, তাকে তাকে তার থরে থরে সাজানো নানা জিনিস, সেখানেই গা ঢাকা দিয়েছে একরত্তি এক ইঁদুর, যার ভয়ে ওই ডিপার্টমেন্টাল স্টোরের মালকিন চড়ে বসেছেন টুলে, পোষা বিড়ালকে হুকুম করছেন ইঁদুর ধরে আনতে- এই সব কিছুর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে সেই ইঁদুরকে, তাও আবার মাত্র ৬ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই ইঁদুর। চোখ রাখতে হবে ছবির ডান হাতের তাকের দিকে, ডান দিকে একেবারে প্রথমে যে তাকটা আছে, যেখানে দেখা যাচ্ছে এক ঘোড়সওয়ারের পুতুল, তারই নিচে লুকিয়ে রয়েছে সেই সাদা ইঁদুর, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?