সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে একটা অরণ্যের পরিবেশ। ব্যাকগ্রাউন্ডে গভীর জঙ্গল, ইতিউতি ছড়িয়ে আছে বড় বড় পাথরের চাঁই। দুটো গাছের কাণ্ড দুই দিক থেকে একটা ফ্রেম তৈরি করেছে। তার মাঝে দেখা যাচ্ছে আরেকটা গাছ, যার নীচে বেশ নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে একটা বাঘ। ডোরাকাটা শরীর তার আলস্যে ভরা। তবে এই একটাই কিন্তু নয়, ছবিতে রয়েছে আরও একটা বাঘ। সেটাকে কি খুঁজে বের করা যাবে ৫ সেকেন্ডের মধ্যে?
advertisement
আরও পড়ুন: ভরপুর পুষ্টি, চাটনি হোক বা আচার, স্বাদের জুড়ি নেই, বলুন তো চালতার ইংরেজি কী? ৯৯ শতাংশই ডাহা ফেল
আরও পড়ুন: আকাশছোঁয়া দাম! টমেটোর বিরহ ভুলে হেঁসেলে ব্যবহার করুন এই ৭ উপাদান, স্বাদে টেক্কা দেবে
বলে রাখা ভাল, যেহেতু এটা চোখে ধাঁধা দেওয়ার খেলা, তাই হুবহু বাঘ খুঁজে পেতে হবে, এমন মাথার দিব্যি কেউ দিচ্ছে না। সত্যি বলতে কী, সেরকম একটাই আছে ছবিতে গাছের নিচে। দ্বিতীয়টা তাহলে কোথায়?
চোখ রাখতে হবে গাছের ডালে। ওখানে কি একটা বাঘের মুখের আকার ফুটে ওঠেনি?