TRENDING:

Optical Illusion: গাছ না গিরগিটি! সবুজের আড়ালে ১০ সেকেন্ডে গিরগিটি খুঁজতে গেলে লাগবে শ্যেনদৃষ্টি

Last Updated:

আসলে এ হল এক ধরনের দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি। এ ছবিতে এমন কিছু আছে, যা দেখলে মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু যদি কোনও ব্যক্তি নিয়মিত এ ধরনের ছবি সম্পর্কিত ধাঁধা সমাধানের চেষ্টা করেন তা হলে তিনি এর মায়া কাটাতে পারবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গিরগিটি, যেখানে যায় তাল মিলিয়ে বদলে ফেলে রঙ। এটাই তো বিশেষত্ব। শিকারী যাতে তাকে খুঁজে না পায়। ইন্টারনেট এ বার খোঁজ করছে সেই শিকারীর। যে মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবে রঙ বদলানো গিরগিটিকে।
গাছ না গিরগিটি! সবুজের আড়ালে ১০ সেকেন্ডে গিরগিটি খুঁজতে গেলে লাগবে শ্যেনদৃষ্টি
গাছ না গিরগিটি! সবুজের আড়ালে ১০ সেকেন্ডে গিরগিটি খুঁজতে গেলে লাগবে শ্যেনদৃষ্টি
advertisement

আসলে এ হল এক ধরনের দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি। এ ছবিতে এমন কিছু আছে, যা দেখলে মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু যদি কোনও ব্যক্তি নিয়মিত এ ধরনের ছবি সম্পর্কিত ধাঁধা সমাধানের চেষ্টা করেন তা হলে তিনি এর মায়া কাটাতে পারবেন না।

এখানেও রয়েছে তেমনই একটি ছবি। এখানে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এমন একটি প্রাণী খুঁজে বের করতে হবে, যা একেবারে চোখের সামনেই রয়েছে, তবুও সহজেই তা দেখা যাচ্ছে না।

advertisement

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর নাম উঠে এল আলোচনা প্রসঙ্গে, মোদির উদাহরণ দিয়ে কী বললেন সৌরভ?

ভাইরাল হওয়া ছবিটিতে, একটি গিরগিটি একটি গাছ, সবুজ পাতা এবং শেওলা ধরা গাছের বাকলের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে। প্রাথমিক ভাবে তাকে দেখা না গেলেও মূল চ্যালেঞ্জ হল ১০ সেকেন্ডের মধ্যে গিরগিটিটিকে খুঁজে বের করা। তা হলে আর দেরি কেন! দ্রুত গিরগিটি খোঁজার অভিযানে নেমে পড়া যাক—

advertisement

কোথায় গিরগিটি?

গিরগিটি প্রাকৃতিক ভাবেই অপটিকাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম তৈরি করতে পারে। প্রকৃতি তার কোষের গঠনে এমন উপাদান ব্যবহার করেছে যে, ছোট্ট প্রাণীটি যে কোনও সময় তার শরীরের রঙ বদলে ফেলতে পারে। মূলত শিকারীর হাত থেকে বাঁচতে নিজেকে লুকিয়ে ফেলার কৌশল হিসেবেই গিরগিটি রঙ বদলায়। কোনও জঙ্গলে একজন চিত্রগ্রাহক এমন সবুজ রঙ ধরে যাওয়া একটি গিরগিটির ছবি তুলেছিলেন। ছবিটি এমনই যে গাছের মধ্যে তাকে খুঁজে পাওয়াই দুষ্কর।

advertisement

আরও পড়ুন- এমএস ধোনির নতুন উদ্যোগ; প্রথম সারির দক্ষিণ ভারতীয় তারকাদের নিয়ে বানাতে চলেছেন সিনেমা

এখনও যদি গিরগিটি খুঁজে না পাওয়া যায়—

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনেক খোঁজাখুঁজির পরও যদি গিরগিটি খুঁজে না পাওয়া গিয়ে থাকে, তবে একটু মন দিতে হবে। গাছ-গাছালির রঙের সঙ্গে গিরগিটির শরীরের রঙ এমন ভাবে মিশে আছে যে তাকে পৃথক করাই মুশকিল। কিন্তু গিরগিটি খুঁজতে হলে একটু মনোযোগ দিতে হবে। গাছের একেবারে সামনেই মুখ তুলে রয়েছে সে, নীচে ঝুলছে তার পাকিয়ে থাকা লেজ!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: গাছ না গিরগিটি! সবুজের আড়ালে ১০ সেকেন্ডে গিরগিটি খুঁজতে গেলে লাগবে শ্যেনদৃষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল