সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে এক সামুদ্রিক নিসর্গ। সেখানে দেখা যাচ্ছে নীল জলে সাঁতরে বেড়াচ্ছে এক শুশুক, মুখে তার মাছ। একটু দূরে সাদা পাল তুলে ভেসে যাচ্ছে এক জাহাজ। সব কিছু একেবারে ফ্রেমে সাজানো।
advertisement
আরও পড়ুন : সাবধান! গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর, ৭ সেকেন্ডে তাকে খুঁজে পেলেই এবারের মতো রক্ষা!
মজা হল, ওই ফ্রেমের মধ্যেই আছে দুটো পাখিও, তাদের কি খুঁজে পাওয়া যাবে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে?
ইচ্ছা থাকলে সবই সম্ভব। তবে অনেকেই চোখ বিঁধিয়েও পাখিদুটো বের করতে পারবেন কি না সন্দেহ। কেন না, এ আদতে দর্শকের মগজ নিয়ে খেলার ছবি, যে কি না আবার কোনও যুক্তিরও ধার ধারে না।
তাহলে উপায়?
স্রেফ উল্টে নেওয়া যাক ছবিটা। এবার দুটো পাখি পাওয়া গেল? দেখা যাবে সাফ- মাছ মুখে উড়ে চলেছে একটা পাখি, আরেকটা পিছু নিয়েছে তার!