সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা আর পাঁচটা অপটিক্যাল ইলিউশনের থেকে একটু অন্য রকমের। কেন না, এ হাতে আঁকা ছবি নয়, অথবা নয় কোনও নকশা বা নম্বরের গোলকধাঁধা। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, তা বেশ বাস্তবসম্মত, এক নজরে দেখলে ক্যামেরায় তোলা ছবি বলে ভ্রম হয়। হতে পারে তা গ্রাফিক ডিজাইনও।
advertisement
যাই হোক, ছবিতে দেখা যাচ্ছে গহন এক অরণ্য। আলো-আঁধারির খেলা চলছে সেখানে, নেমেছে বড় বড় গাছের ঝুরি। তবে ওই জঙ্গলের প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেলেই আর রক্ষা নেই, হারিয়ে যেতে হবে জীবনের মেলা থেকেও। ওখানেই যে ওঁত পেতে শিকারের অপেক্ষায় রয়েছে একটা ডাইনোসর, তা বুঝি চোখে পড়ছে না?
আরও পড়ুন : না হয় ১০ সেকেন্ডই নিলেন, খুঁজে বার করে পারবেন সাদা ডিমটা ছবি থেকে? তাহলে আপনি বুদ্ধিমান
পড়াটা বড় সহজও নয়। সমস্যা তৈরি করেছে ডাইনোসরের গায়ের রঙ আর গাছের ঝুরির রঙ। এটা অবশ্য বলে দেওয়া যায় কাজ সহজ করে দেওয়ার জন্য যে পুরো শরীর নয়, শুধু তার মাথাটাই চোখে পড়ছে। এবার কি খুঁজে পাওয়া যাবে ৭ সেকেন্ডে?
আরও পড়ুন : কী দেখছেন? টুপি পরা এক বৃদ্ধ? এখানেই লুকিয়ে একটা ছোট্ট কুকুর, মাত্র ১% বুদ্ধিমান খুঁজে পেয়েছেন ৫ সেকেন্ডে
না পেলে চিন্তা নেই, উত্তরটা জানানো যেতেই পারে। সে আছে সামনের অপেক্ষাকৃত হালকা রঙের গাছের কাণ্ডের একপাশ থেকে মুখ বাড়িয়ে, ছবির ডান হাতে। খুঁজে পেলে দৃষ্টিশক্তির তারিফ করতে হয়, না পেলে চালিয়ে যেতে হয় প্রচেষ্টা- আর কী!