আরও পড়ুনঃ ভারতের জাতীয় মিষ্টি কী জানেন? আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু একেবারেই নয়!
সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশনের ছবি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। এই ছবি দেখে দেখে অনেকটা সময় নিজেদের অজান্তেই পার করে ফেলছেন অনেকে। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! এই ছবিটি, সত্যি বলতে কী, একেবারে সাবেকি গতে বাঁধা অপটিক্যাল ইলিউশন এক। এর মধ্যে কোনও বড় চমক নেই, নেই নিজের চরিত্রের কোনও গোপন দিক বেরিয়ে আসার উত্তেজনা আর উৎকণ্ঠা। তাহলে এর মধ্যে কী আছে?
advertisement
এই অপটিক্যাল ইলিউশনে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই এক নকশা, আরও বিশদে বললে সাদা-কালো দাগের ডোরা। দেখে অনেকটা জানলার খড়খড়ির কথা মাথায় আসে। এই দাগগুলোর মধ্যেই কোনও কোনওটা উঁচু-নিচু হয়ে রয়েছে। আর সেখানে লুকিয়ে রয়েছে একটা ইংরেজি শব্দ, ওটাই খুঁজে নিতে হবে ৭ সেকেন্ডের মধ্যে, তবেই বোঝা যাবে একাগ্রতাশক্তি কতটা তীব্র।
আসলে ভাল করে দেখতে হবে উঁচু-নিচু জায়গাগুলোয়। একটু মন দিয়ে চোখ রাখতে হবে। আর কী! সহজেই বেরিয়ে আসবে, চোখের সামনে ধরা দেবে ইংরেজি PLAY শব্দটা, দেখা যাচ্ছে তো সাফ?