ইন্দোরের বিজয় নগর থানায় গিয়েছিলেন যুবতী। থানার সামনেই রাস্তার মাঝখানে পার্ক করেন তাঁর অডি গাড়ি। অডি গাড়িটিকে সাইড দেওয়ার জন্য় চিৎকার করতে দেখা যায় যুবতীকে।
advertisement
আরও পড়ুন : দুর্ঘটনায় প্রতিবন্ধী! হাতের ব্যবস্থা করে বিরল মানবিকতার নজির গড়লেন সোনু
শনিবার তিনি পুলিশকে বলেছিলেন যে কেউ যখন ভিডিওটি শুট করেছিল তখন তিনি গাড়িতে তাঁর খুরতুতো ভাইয়ের সঙ্গে তর্ক করছিলেন। যখন মিডিয়া কর্মীরা থানায় পৌঁছে তাঁকে প্রশ্ন করতে যায়, মহিলা তাঁদের একজনকে চড় মারেন।
আরও পড়ুন : চাপানো যাবে না হিন্দি ভাষা, কেন্দ্রের শিক্ষানীতির প্রতিবাদে রাস্তায় SFI
মোটর সাইকেলে চেপে একজন যাত্রী শুট করেন ভিডিওটি। ভিডিওতে মহিলাকে চালকের আসনে থাকা অন্য একজনের দিকে চিৎকার করতে দেখা যাচ্ছে, যিনি দৃশ্যমান নয়৷ ভিডিওটি রেকর্ড করছেন যে ব্যক্তিকে নীল অডি গাড়ির নম্বর প্লেট পড়তে শোনা যায়। মহিলা তখন চালকের সঙ্গে তর্ক করছেন। গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি।
মহিলা ভাইরাল ভিডিওতে কোনও আক্রমণ বা অন্যায়ের কথা অস্বীকার করেছেন। আরও বলেছেন যে তিনি ঘটনার কয়েক মাস পরে ক্লিপটি প্রচার করেছেন এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান৷