সম্প্রতি এক ট্যুইটার ব্যবহারকারী একটি পোস্ট করেন৷ সেই টিনের ডালডা বনস্পতি ঘি আর কোলগেট টুথ পাওডার৷ ৯০-এর দশকে যাঁরা বড় হয়েছেন, এই জিনিসগুলির সঙ্গে নিশ্চিত পরিচিত৷ পরবর্তীকালে নানা পরিবর্তন হয়েছে প্যাকেজিংয়ে৷
advertisement
পোস্টটি ২৪ হাজার লাইক পড়ে কিছু ক্ষণের মধ্যেই৷ শেয়ারও হতে শুরু করে দেদার৷ অনেকে আরও পুরনো ছবি পোস্ট করে সকলের সঙ্গে নস্টালজিয়া ভাগ করতে শুরু করেছেন৷
কেউ পোস্ট করছেন সিবাকা টুথপেস্টের পুরনো ছবি, ট্রাম্প কার্ড, স্টিকার লাগানো নোটবুক ইত্যাদি৷
Location :
First Published :
July 11, 2020 4:31 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ডালডা ঘিয়ের পুরনো টিন-কোলগেট টুথপাওডার! ৯০-এর দশকের নস্টালজিয়ায় ভাসছে ট্যুইটার