TRENDING:

Ola Electric Scooter: অভিনব প্রতিবাদ! গাধার সঙ্গে বেঁধে OLA ইলেকট্রিক স্কুটার নিয়ে শহর ঘুরলেন এই ব্যক্তি!

Last Updated:

Customer Ties Ola Scooter with Donkey: গাধার সঙ্গে নতুন স্কুটারটিকে বেঁধে রাস্তায় ঘোরাতে থাকেন শচীন এবং ওলার ইলেকট্রিক স্কুটার যাতে কেউ না কেনেন তা প্রচার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Video: বাজারে এসেছে ওলার নতুন ই-স্কুটার। ক্রমাগত বাড়তে থাকা পেট্রোল ও ডিজেলের দামের ছ্যাঁকা থেকে বাঁচতে অনেকেই ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই বাজারে আসছে বিভিন্ন ধরনের নতুন বৈদ্যুতিক গাড়ি। তবে, এরই মাঝে ওলার স্কুটার যাতে কেউ না কেনেন, এই নিয়ে অভিনব প্রতিবাদ করলেন এক ব্যক্তি।
advertisement

আরও পড়ুন - বাঁদর না বাঘ? প্রথম কী দেখছেন তাই বলবে আপনার মাথার ডানদিক বেশি কাজ করে না বাম?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ওলার নতুন ইলেকট্রিক স্কুটার টেনে নিয়ে যাচ্ছে একটি গাধা। গাধার সঙ্গে সেই ইলেকট্রিক স্কুটারকে বেঁধে পুরো শহর ঘোরাচ্ছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। সূত্রের খবর, মহারাষ্ট্রের বিড জেলার বাসিন্দা শচীন গিত্তে সম্প্রতি ওলার একটি বৈদ্যুতিক স্কুটার কিনেছিলেন। পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ইলেকট্রিক স্কুটার কেনেন তিনি। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই ওলার সেই ইলেকট্রিক স্কুটারটি খারাপ হয়ে যায়।

advertisement

সূত্রের খবর, শচীন ওলার এই ইলেকট্রিক স্কুটারটি কিনেছিলেন ২৪ মার্চ। গত বছরের সেপ্টেম্বর মাসে ২০ হাজার টাকা দিয়ে বুক করেছিলেন সেই ইলেকট্রিক স্কুটারটি। এরপর জানুয়ারি মাসে আরও ৬৫,০০০ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু, সেই স্কুটার বাড়িতে আসার ৬ দিন পরেই বিকল হয়ে যায়। অগত্যা শচীন যোগাযোগ করেন কোম্পানির সঙ্গে। কোম্পানি থেকে একজন মেকানিককে পাঠানো হলেও স্কুটার সারানো যায়নি।

advertisement

আরও পড়ুন- ১০ সেকেন্ড একদৃষ্টিতে তাকান নাকের এই হলুদ বিন্দুর দিকে! চোখ সরালেই ঘটবে ম্যাজিক!

এরপর ক্রমাগত সংস্থার কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন করেন শচীন। কিন্তু কোনও সমাধান মেলে না। অভিযোগ, ওলার নতুন স্কুটার ছয়দিনের মধ্যে বিকল হয়ে গেলেও কোম্পানির তরফে কোনও সাহায্য করা হয়নি শচীনকে। তাই একপ্রকার বাধ্য হয়েই শচীন অভিনব প্রতিবাদের পথ বেছে নেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটি গাধার সঙ্গে নতুন স্কুটারটিকে বেঁধে রাস্তায় ঘোরাতে থাকেন শচীন এবং ওলার ইলেকট্রিক স্কুটার যাতে কেউ না কেনেন তা প্রচার করেন। বিভিন্ন পোস্টার তৈরি করে স্কুটারের এবং গাধার গলাতেও ঝুলিয়ে দেন। পোস্টারে লেখা, “এই কোম্পানি প্রতারক, ওলা থেকে সাবধান। ওলা কোম্পানির স্কুটার কেউ কিনবেন না।”

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ola Electric Scooter: অভিনব প্রতিবাদ! গাধার সঙ্গে বেঁধে OLA ইলেকট্রিক স্কুটার নিয়ে শহর ঘুরলেন এই ব্যক্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল