জাপান
জাপানে অক্টোবরে চলবে পাতা ঝরার মরশুম, যাকে বলা হয় ফল ফোলিয়েজ। হলুদ, লাল পাতার মাঝে অপরূপা হয়ে উঠবে নিকো আর কিয়োতো।
ইউএসএ
এই দেশেও অক্টোবর ফল ফোলিয়েজের সময়। তার সঙ্গে রয়েছে হ্যালোউইনের মজা। ন্যাশনাল পার্কগুলো দেখারও সেরা সময় এই মাসটাই।
গ্রিস
এই দ্বীপরাজ্যে অক্টোবরে পর্যটকের ভিড় কমে যাবে অনেকটাই, কিন্তু আবহাওয়া থাকবে উষ্ণ, মনোরম, ফাঁকায় ফাঁকায় দিব্যি বেড়ানো যাবে।
advertisement
আরও পড়ুন: বারুইপুর স্টেশনে ব্যাগের মধ্যে ওগুলো কী! দম্পতির সব শেষ! ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
ইতালি
অক্টোবরের মনোরম আবহাওয়ায় টাসকানির নিসর্গ হোক কী রোমের ধ্রুপদী সৌন্দর্য, চষে বেড়াতে এতটুকুও ক্লান্তি আসবে না।
পর্তুগাল
লিসবন, পোর্তো আর আলগারভের সৌন্দর্য যদি উপভোগ করতেই হয়, বিশেষজ্ঞরা বলেন যাওয়া উচিত অক্টোবরে।
আরও পড়ুন: আধার কার্ডের কারণেই জীবনে নামল অন্ধকার, অ্যাকাউন্ট থেকে টাকা উধাও দেগঙ্গার ব্যক্তির!
মরক্কো
এই সময়ে আবহাওয়া থাকবে শীতল, ফলে মারাকেশ, ফেজ আর সাহারার মতো জায়গা ঘুরে দেখতে ধকল হবে না।
ভিয়েতনাম
অক্টোবরে এখানে বৃষ্টি থেমে যাবে, ফলে হানোইয়ের ব্যস্ত সড়ক, সাপার শ্যামলিমা হয়ে হুয়ে আর হোই আনের ঐতিহাসিক সৌন্দর্য দেখলে দারুণ লাগবে।
স্পেন
অক্টোবরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যা স্পেন ভ্রমণের মজা বাড়িয়ে তুলবে বহু গুণে বেশি।
আফ্রিকা
শীত আসার আগের সময়, ফলে জঙ্গল সাফারি করতে চাইলে এই সময়েই আফ্রিকা যাওয়া উচিত।
অস্ট্রেলিয়া
এই দেশে অক্টোবরে আসবে বসন্ত, চোখ জুড়িয়ে দেবে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনের সৌন্দর্য।
নেপাল
নেপাল ঘোরার আদর্শ সময় অক্টোবর, আবহাওয়া পরিষ্কার থাকবে, মজা নেওয়া যাবে ট্রেকিংয়েরও।
চিন
হালকা ঠাণ্ডায় চিন দেখতে চাইলে অক্টোবরই সেরা সময়, ফুরফুরে ভাবে ঘোরা যাবে বেজিং থেকে সাংহাই হয়ে সর্বত্র।
ভুটান
মেঘহীন নীলাকাশ, হিমালয়ের স্পষ্ট রূপরেখা আর মনোরম আবহাওয়া নিয়ে ভুটান ঘুরতে চাইলে অক্টোবরেই যেতে হবে।