TRENDING:

Viral Video: নিজের প্রাপ্য টাকা দিলেন অন্যজনকে, ফুড ডেলিভারি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা

Last Updated:

Delivery Man Deserves Respect: তাঁর বক্তব্য তিনি একা৷ কিন্তু অপর ব্যক্তিটি সম্ভবত ফ্যামিলি ম্যান৷ ওনার কাঁধেই বেশি দায়িত্ব থাকার কথা৷ সুতরাং টাকাটি যেন ওই ব্যক্তিকেই  দেওয়া হয়৷ অনেক বাকবিতন্ডার পর শেষ অবধি মহিলাটি অপরজনকে টাকা দিতে রাজি হন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দুই যুযুধান কোম্পানির কর্মীর সৌজন্যের দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা৷ একজন মেয়ে সুইগি ও জোম্যাটো দুটি সংস্থা থেকেই খাবার অর্ডার করেন৷ দু’জন ফুড ডেলিভারি পার্টনার প্রায় একই সময় মহিলাটির বাড়িতে উপস্থিত হয়৷
ফুড ডেলিভিরি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা (Image Credits:X/gharkekalesh)
ফুড ডেলিভিরি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা (Image Credits:X/gharkekalesh)
advertisement

মহিলাটির জানিয়েছিলেন যে, তিনি লক্ষ করছিলেন তাঁদের মধ্যে কে আগে খাবার ডেলিভার করতে সক্ষম হবেন৷ জোম্যাটো ডেলিভারি বয়টি আগে এসে খাবার দেওয়ায় তিনি তাঁকে ৫০০ টাকার একটা নোট টিপস হিসেবে দিতে চেয়েছিলেন৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে উদ্ধার ৬৫ কেজি গাঁজা, আরপিএফের হাতে আটক ২ মহিলা

ঘটনা শুরু সেখান থেকেই ছেলেটির বক্তব্য এই টাকাটি প্রকৃতপক্ষে অন্য ডেলিভারি অ্যাপ থেকে আসা লোকটিরই প্রাপ্য৷ ছেলেটির বক্তব্য ছিল, সুইগির ডেলিভারি বয়টি অনেকদূর থেকে এসেছেন৷ তাই তাঁর সময় বেশি লাগাই স্বাভাবিক৷

advertisement

কিন্তু তার পরও যেহেতু এই ছেলেটি-ই আগে এসে পৌঁছেছে, তাই মহিলাটি তাকেই পুরষ্কৃত করতে চেয়েছিলেন৷ এর পরও সেই  ছেলেটি টাকা নিতে চাননি৷

আরও পড়ুন:ডার্ক চকোলেটের ভিতর দাঁতের পাটি! পুরো ঘটনা জানলে চমকে উঠবেন

advertisement

তাঁর বক্তব্য তিনি একা৷ কিন্তু অপর ব্যক্তিটি সম্ভবত ফ্যামিলি ম্যান৷ ওনার কাঁধেই বেশি দায়িত্ব থাকার কথা৷ সুতরাং টাকাটি যেন ওই ব্যক্তিকেই  দেওয়া হয়৷ অনেক বাকবিতন্ডার পর শেষ অবধি মহিলাটি অপরজনকে টাকা দিতে রাজি হন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনাটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই জোম্যাটোর ছেলেটিকে প্রশংসা করেন৷ একজন নেটিজেন লেখেন, ‘‘ভাই, তুমি আমার শ্রদ্ধা জিতে নিয়েছে৷’’ ভাইরাল ভিডিওতে অনেকেই তাঁকে এই ঘটনার জন্য কুর্নিশ জানান৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিজের প্রাপ্য টাকা দিলেন অন্যজনকে, ফুড ডেলিভারি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল