সেই ছবিতে দেখা গিয়েছিল, বৃহস্পতি গ্রহের মধ্যে সংঘটিত ঝড়ও। গ্রহটির ওপরের দিকে লাল রঙ খচিত অংশটিই হল ঝড়। এটি এত বড় ঝড় যা সহজেই পৃথিবীকে গিলে খেতে পারবে। এরপর বৃহস্পতি ও তার উপগ্রহগুলি সম্বন্ধে এমনও অনেক তথ্য জুনো পাঠিয়েছে যা বৃহস্পতি সম্বন্ধে ধারনাই বদলে দিয়েছে। এবার সেই জুনো অজান্তেই এমন এক ছবি তুলে ফেলল যা দেখে চোখ আটকে গেছে খোদ বিজ্ঞানীদের।
advertisement
আরও পড়ুন: ২০ জন বিধায়ক! বিজেপিতে বিরাট ভাঙনের দাবি কুণাল ঘোষের! জ্যোতিপ্রিয়-পর্বেই তুঙ্গে শোরগোল
ভৌতিক দিন হ্যালোউইনের মুখেই সেই ছবি প্রকাশ্যে এনেছে নাসা। ছবিটি দেখে হতবাক সকলে। কারণ বৃহস্পতির গায়ে একটি মুখের দেখা মিলেছে। সেই ভৌতিক মুখ দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এরপরই অভিনব কাণ্ড ঘটাল সিপিএম! অবাক আমজনতা
ছবিটি গত ৭ সেপ্টেম্বর তুলেছিল জুনো। বৃহস্পতিকে ৫৪ তম বার প্রদক্ষিণ করার সময় জুনো এই ছবি তোলে। বৃহস্পতির উত্তরাংশকে বিজ্ঞানীরা বলেন জেট এন৭। সেখানেই দেখা মিলেছে এই ভৌতিক মুখের। এই ভৌতিক মুখটি বৃহস্পতির রাত ও দিন থাকা অঞ্চলের ঠিক মাঝখানে দেখা গিয়েছে। তবে, বৃহস্পতির মেঘের খেলায় যে এই ভৌতিক মুখটি ফুটে উঠেছে তাও মেনে নিয়েছেন বিজ্ঞানীরা।