TRENDING:

রোজ সকাল ৬.২০ মিনিটে অফিস! সাফল্যের রাস্তা কতটা কঠিন, শোনালেন নারায়ণমূর্তি

Last Updated:

Narayan murthy: ইনফোসিস-এর অন্যতম কর্ণধার তিনি। রোজ সবার আগে পৌঁছতেন অফিসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আইটি ফার্ম ইনফোসিস-এর অন্যতম কর্ণধার নারায়ণ মূর্তি সময়ের মূল্য বোঝেন। তিনি বোঝেন, সাফল্য অর্জন করতে হয়। আর সাফল্য অর্জনের পর সেটা ধরে রাখা আরও বড় ব্যাপার। আর সাফল্য ধরে রাখতে হলে সময়কে মূল্য দিতে হয় বলেই তিনি মনে করেন।
advertisement

নারায়ণ মূর্তির এখন ৭৬ বছর বয়স। তবে কর্মজীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত তিনি একটা নিয়ম মেনে চলেছেন। রোজ সকালে ৬টা বেজে ২০ মিনিটে তিনি অফিসে পৌঁছে যান। কাজ করেন রাত আটটা-নটা পর্যন্ত। শরীর খারাপ বা অন্য কোনও গুরুতর সমস্যা না হলে তাঁর এই নিয়মের অন্যথা হয় না।

আরও পড়ুন- 'হোয়াইট ক্রিসমাস'! বরফের চাদরে ঢাকা রাস্তা, আমেরিকার এই শহরে তুষারপাতের ভিডিও ভাইরাল

advertisement

MoneyControl-এর সঙ্গে কথা বলার সময় নারায়ণমূর্তি জানান, ইনফোসিস-এর মতো সংস্থা দাঁড় করাতে তাঁর ঠিক কতদিন সময় লেগেছিল। এই সংস্থা দাঁড় করােনার জন্য তিনি দুই সন্তানের সঙ্গে সেভাবে সময়ও কাটাতে পারেননি বলে জানান।

নায়ারণমূর্তি জানিয়েছেন, ২০১১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি রোজ সকাল ৬.২০ মিনিটে অফিসে পৌঁছতেন। এতে তিনি আজীবন যুবসমাজকে সময়ে অফিস পৌঁছনোর জন্য অনুপ্রেরণা দিয়ে এসেছেন।

advertisement

কাজের চাপে তিনি দীর্ঘদিন তাঁর দুই সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেননি। কারণ দিনের একটা বিরাট সময় তাঁকে অফিসে কাটাতে হত। তাঁর পরিশ্রমের ফল তিনি পেয়েছেন কর্মজীবনে। তবে দুই সন্তানের সঙ্গে কম সময় কাটানোর আফসোস তাঁর আজও রয়েছে।

আরও পড়ুন- ফুলশয্যার রাতে ১০ প্রশ্ন নতুন বউয়ের ঘুম কাড়বে! ৮ নম্বরটি ভুলেও 'মিস' নয়! অবশ্যই জানুন উত্তর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

১৯৮০ সালে স্ত্রীর থেকে ১০ হাজার টাকা নিয়ে তিনি ইনফোসিস-এর মতো সংস্থার সূচনা করেছিলেন। সেই সংস্থায় আজ ৩.৩৫ লাখ কর্মী কাজ করেন। আর এখানেই তাঁর সাফল্য় বলে মনে করেন নারায়ণমূর্তি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রোজ সকাল ৬.২০ মিনিটে অফিস! সাফল্যের রাস্তা কতটা কঠিন, শোনালেন নারায়ণমূর্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল