নিউমেরোলজি অনুসারে, 'E' বর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণ। এই বর্ণটি কোনও কিছু বলা বা লেখার সময় ১১.১৬০৭% ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাঁদের নাম 'E' দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত প্রতিযোগিতামূলক মনোভাবের পরিবর্তে আরাম, স্বাচ্ছন্দ্য ইত্যাদিতে বেশি মনোযোগ দেন। এঁরা ঘুরে বেড়াতে, নিজের ইচ্ছেমতো চলতে পছন্দ করেন। যত্ন নেওয়া আবেগ ও অভিমানের মর্যাদা দিতে এঁরা জানে। এঁরা খুব সহজ-সরল মনের মানুষ যারা জীবনে রোম্যান্টিকতা পছন্দ করেন। এই সব বৈশিষ্ট্য ছাড়াও এঁদের আরও পাঁচটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে ৷
advertisement
১. রোম্যান্টিক
যাঁদের নাম 'E' দিয়ে শুরু হয় তাঁরা বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক মানুষদের মধ্যে একজন। ফলে এঁদের সঙ্গীরাও এঁদের প্রতি আকর্ষিত হন। 'E' দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা রোম্যান্টিক জীবনে খুব সুখে থাকেন।
২. তাল মিলিয়ে চলেন
এঁরা খুব সহজ প্রকৃতির মানুষ হন। মাথা ঠাণ্ডা রেখে সহজ ভাবে কাজ করতে ভালোবাসেন। এঁরা কখনই চাপের মধ্যে থাকেন বলে মনে হয় না।
৩. কৌতূহলী
সহজ-সরল প্রকৃতির মানুষ হলেও এঁরা সব কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। সব কিছুকেই এঁরা কৌতূহলে ভঙ্গিতে গ্রহণ করেন, শেখার ইচ্ছে এঁদের প্রবল।
আরও পড়ুন- জীবনে প্রকৃত ভালোবাসার মানুষটিকে পেতে চাইছেন? রইল ম্যানিফেস্টেশনের এই পাঁচ সহজ উপায়
৪. স্বভাবে সতর্ক প্রকৃতির
এঁরা কখনও কখনও খুব কৌতূহলী হলেও সর্বদা সতর্ক থাকেন। যে কোনও বিষয়কে এঁরা সাবধানে বিবেচনা করেন। তাই অন্যেরাও এঁদের বিবেচনায় ভরসা পান।
৫. বাস্তব মনোভঙ্গি
বুদ্ধিমান এবং সতর্ক প্রকৃতির মানুষ হওয়ার পাশাপাশি এঁরা বাস্তব মনোভঙ্গিতে বেশি ভরসা রাখেন। শক্তি, স্বাচ্ছন্দ্য, আধ্যাত্মিকতা ও প্রয়োজন মতো পরিবর্তনে বিশ্বাসী হওয়ার পাশাপাশি এঁরা লড়াইও করতে জানেন।