পশুদের এই গানের প্রতি প্রেম দেখলে সত্যিই অবাক হতে হয়। মন দিয়ে বাঁশি বাজাচ্ছেন এক ব্যক্তি আর তাঁর বাঁশির সুরেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে ২ পশু। এই অভূতপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
একমনে বাঁশি বাজাচ্ছেন এক ব্যক্তি। তার সুর শুনেই থেমে গেল একটি গরু। আর তার সামনে সুরের আমেজ নিচ্ছে একটি কুকুর। গানের সুরে বাঁধা পড়েছে পশু ও মানুষ। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
পশুরাও মানুষের মত সুরের কদর বোঝে তা দেখে অবাক হয়েছেন নেটিজনরা। এই অদ্ভুত ভিডিও দেখে সত্যিই তাজ্জব হতে হয়। ব্যক্তির সুর যেন মন ছুঁয়ে দিচ্ছে পশুদের। আর তাদের জন্যই যেন একমনে বাঁশি বাজাচ্ছেন ব্যক্তি। এমন নীরব শ্রোতা মন কেড়েছে নেটিজেনদের।
advertisement
Location :
First Published :
Dec 06, 2022 5:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাঁশির সুরে মুগ্ধ ২ পশু! কুকুর আর গরুর এমন বিরল সঙ্গীতপ্রেম দেখলে অবাক হবেন
