TRENDING:

বাঁশির সুরে মুগ্ধ ২ পশু! কুকুর আর গরুর এমন বিরল সঙ্গীতপ্রেম দেখলে অবাক হবেন

Last Updated:

পশুরাও মানুষের মত সুরের কদর বোঝে তা দেখে অবাক হয়েছেন নেটিজনরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গানের সুর কার না ভাল লাগে! তবে বনের পশুকে সুর শুনতে দেখেছেন কখনও? এমনই এক অদ্ভুত ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেন এক সুরেই বাঁধা পড়েছে মানুষ ও পশু। ভিডিওতে দেখা গিয়েছে, বাঁশিতে সুর ধরেছেন এক ব্যক্তি আর তার  সুর মন দিয়ে শুনছেন ২টি পশু।
advertisement

পশুদের এই গানের প্রতি প্রেম দেখলে সত্যিই অবাক হতে হয়। মন দিয়ে বাঁশি বাজাচ্ছেন এক ব্যক্তি আর তাঁর বাঁশির সুরেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে ২ পশু। এই অভূতপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

একমনে বাঁশি বাজাচ্ছেন এক ব্যক্তি। তার সুর শুনেই থেমে গেল একটি গরু। আর তার সামনে সুরের আমেজ নিচ্ছে একটি কুকুর। গানের সুরে বাঁধা পড়েছে পশু ও মানুষ। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন: চলন্ত ট্রেনের ভিতর ঝুলছে মহিলা! খেলাধুলো করছে কামরা জুড়ে, ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

পশুরাও মানুষের মত সুরের কদর বোঝে তা দেখে অবাক হয়েছেন নেটিজনরা। এই অদ্ভুত ভিডিও দেখে  সত্যিই তাজ্জব হতে হয়। ব্যক্তির সুর যেন মন ছুঁয়ে দিচ্ছে পশুদের। আর তাদের জন্যই যেন একমনে বাঁশি বাজাচ্ছেন ব্যক্তি। এমন নীরব শ্রোতা মন কেড়েছে নেটিজেনদের।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাঁশির সুরে মুগ্ধ ২ পশু! কুকুর আর গরুর এমন বিরল সঙ্গীতপ্রেম দেখলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল