TRENDING:

১০০০ কিমি দূর থেকে বিরিয়ানি অর্ডার করলেন এই মহিলা! খবর ছড়াতেই চাঞ্চল্য নেট জগতে

Last Updated:

১০০০ কিমি দূর থেকে বিরিয়ানি অর্ডার করার কথা শুনেছেন কখনও?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয়দের বিরিয়ানি প্রেম আজকের নয়। চিরকালই ভারতীয়দের পছন্দের খাবার হল বিরিয়ানি। জ্যোমাটোর একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে,  ফুড ডেলিভারি অ্যাপ জ্যোমাটোতে সব থেকে বেশি অর্ডার করা ডিশও হল বিরিয়ানি। Zomato-এর তথ্য অনুযায়ী, সারা দেশে প্রতি মিনিটে প্রায় ১৮৬টি  বিরিয়ানির অর্ডার দেওয়া হয়।
১০০০ কিমি দূর থেকে বিরিয়ানি অর্ডার করলেন এই মহিলা! খবর ছড়াতেই চাঞ্চল্য নেট জগতে
১০০০ কিমি দূর থেকে বিরিয়ানি অর্ডার করলেন এই মহিলা! খবর ছড়াতেই চাঞ্চল্য নেট জগতে
advertisement

কিন্তু, ১০০০ কিমি দূর থেকে বিরিয়ানি অর্ডার করার কথা শুনেছেন কখনও?  সম্প্রতি এমনই এক তাজ্জবজনক ঘটনা ঘটেছে।মুম্বইয়ের এক মহিলা সুদূর ব্যাঙ্গালোর থেকে ২৫০০ টাকা দামের বিরিয়ানি অর্ডার করেছেন। নিজের এমন অদ্ভুত অর্ডারের ছবি নিজেই ট্যুইটার থেকে শেয়ার করেছেন এই মহিলাটি। নিজের টুইটার অ্যাকাউন্ট @subiii-এ অর্ডারটির স্ক্রিন শট শেয়ার করেছেন তিনি। মূলত নেশার ঘোরেই এমন অদ্ভুত খেয়াল চাপে তাঁর।

advertisement

আরও পড়ুন:  ভারতের সবচেয়ে দূরের এক্সপ্রেস ট্রেন গন্তব্যে পৌঁছয় সাড়ে ৩ দিনে! অপরটি মাত্র ৮ মিনিটে

Zomato Intercity 'Zomato Legend'-এ খাবারের অর্ডার দিয়ে দেন তিনি।  মেয়েটির অর্ডারের পরিপ্রেক্ষিতে  অর্ডারটি গ্রহণও করে Zomato যাতে পরের দিনে  অর্ডারটি পৌঁছে যাবে বলে জানানো হয়। শুধু তাই নয় Zomato-র তরফ থেকে বলা হয়, "সুবি এই অর্ডার তোমার দরজার সামনে পৌঁছালে  তোমার হ্যাঙ্গওভার অত্যন্ত ভালভাবে কাটবে, আমাদের নিজের অভিজ্ঞতার কথা জানিও কিন্তু" Zomato-এই উত্তরের স্ক্রিনশটও নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন এই সুবি নামের মহিলাটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই পোস্টটি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১০০০ কিমি দূর থেকে বিরিয়ানি অর্ডার করলেন এই মহিলা! খবর ছড়াতেই চাঞ্চল্য নেট জগতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল