কি ঘটেছিল সেই দিন? এই মর্মান্তিক ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। মৃত কিশোরের নাম পন্ত আরতি মাকওয়ানা। সন্ধ্যা ৭টার সময় তার মা তাকে টিউশন ক্লাসে যেতে বলেন। ছেলেটি তাৎক্ষণিকভাবে অস্বীকার করে এবং রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কিছু সময় পর ভবনের ওয়াচম্যান দেখতে পান যে ছেলেটি নিচে পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
advertisement
পুলিশের পদক্ষেপ ও তদন্ত কান্দিভলি থানার পুলিশ এই ঘটনার পর ADR (Accidental Death Report) নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
তবে ভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাতে ঘটনার প্রকৃত কারণ বোঝা যায়। ছেলেটির পরিবারও এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত।
আরও পড়ুন: ভারতের অধিকাংশ অপরাধী গা ঢাকা দিতে কোন দেশে আশ্রয় নেন জানেন! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর…
সমাজে বার্তা ও প্রশ্ন এই ঘটনা সমাজে বড় প্রশ্ন তুলেছে—বাচ্চারা কেন এমন তুচ্ছ কারণেও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে? মানসিক চাপ, পড়াশোনার উদ্বেগ, এবং বাবা-মায়ের প্রত্যাশার ভার যেন কখনো কখনো সহ্য করতে পারছে না নতুন প্রজন্ম।
মনোবিদরা বলছেন, বাবা-মায়ের উচিত সন্তানের মানসিক অবস্থার প্রতি বেশি মনোযোগ দেওয়া এবং প্রয়োজন হলে কাউন্সেলিংয়ের সাহায্য নেওয়া।