Penis cancer surgery: ক্যানসারে পুরুষাঙ্গ হারানো যুবকের শরীরে ১০ ঘণ্টায় তৈরি হল নতুন পুরুষাঙ্গ! চিকিৎসা জগতে বিরাট সাফল্য...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Penis cancer surgery: নাগপুরের এক যুবক ক্যানসারে নিজের পুরুষাঙ্গ হারান। ৮ বছর পর লতা মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসকদের ১০ ঘণ্টার প্রচেষ্টায় তাঁর শরীরে সফলভাবে কার্যক্ষম নতুন পুরুষাঙ্গ প্রতিস্থাপন করা হয়। বিস্তারিত জানুন...
নাগপুর: চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী সাফল্যের খবর। ৮ বছর আগে ক্যানসারের কারণে নিজের পুরুষাঙ্গ হারানো এক যুবকের শরীরে সফলভাবে পুনর্নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ কার্যক্ষম নতুন পুরুষাঙ্গ। এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে নাগপুরের লতা মঙ্গেশকর হাসপাতালে, যেখানে ১০ ঘণ্টার ম্যারাথন অপারেশনে একদল দক্ষ চিকিৎসক এই অসম্ভবকে সম্ভব করেছেন।
এই অস্ত্রোপচারটি মধ্য ভারতে এই প্রথম এবং অন্যতম জটিল মাইক্রোভাসকুলার সার্জারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। রোগীর হাতের চামড়া ও মাংসপেশী নিয়ে তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ নতুন পুরুষাঙ্গ, যা সতর্কভাবে যৌনাঙ্গে সংযুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
এই প্রক্রিয়ায় মূলত শরীরের এক স্থান থেকে অন্য স্থানে টিস্যু ও রক্তনালীর সংযোগ স্থাপন করা হয়, যাতে রক্ত সঞ্চালন ও স্নায়ু সংবেদন স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
এই ধরণের মাইক্রোভাসকুলার সার্জারিতে প্রতি মিলিমিটারে অসংখ্য স্নায়ু, ধমনি ও শিরা জোড়া দিতে হয়। এই সার্জারির জন্য ব্যবহৃত হয়েছে উন্নত মানের সার্জিক্যাল মাইক্রোস্কোপ। শুধুমাত্র ক্যানসার আক্রান্তই নয়, দুর্ঘটনায় যৌনাঙ্গ হারানো রোগীদের জন্যও এই প্রযুক্তি আশার আলো হয়ে উঠতে পারে।
advertisement
আরও পড়ুন: ভারতের অধিকাংশ অপরাধী গা ঢাকা দিতে কোন দেশে আশ্রয় নেন জানেন! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর…
হাসপাতালের ডিন ডঃ সজল মিত্র এই কৃতিত্বের জন্য গোটা চিকিৎসক দলকে অভিনন্দন জানান। দলে ছিলেন ডঃ জিতেন্দ্র মেহতা, ডঃ সমীর মহাকালকর, ডঃ অশ্বিনী পণ্ডিত্রাও, ডঃ দেব প্যাটেল, ডঃ অভিরাম মুন্ডলে, ডঃ কন্বরবীর এবং ডঃ পল্লবী।
advertisement
এই অসাধারণ সফলতার মাধ্যমে প্রমাণিত হল যে আধুনিক প্রযুক্তি ও চিকিৎসকদের অভিজ্ঞতা একত্রিত হলে, নতুন জীবন দেওয়াও সম্ভব। এটি নিঃসন্দেহে ভারতের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি গর্বের অধ্যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 7:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Penis cancer surgery: ক্যানসারে পুরুষাঙ্গ হারানো যুবকের শরীরে ১০ ঘণ্টায় তৈরি হল নতুন পুরুষাঙ্গ! চিকিৎসা জগতে বিরাট সাফল্য...