TRENDING:

রাগের চোটে ইঁদুরকে থাবা, ভয় না পেয়ে বিড়ালের দিকে তেড়ে গেল ইঁদুর, মজার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

Last Updated:

এক অদ্ভুত ভিডিও  ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিড়াল আর ইঁদুরের মোটেও মধুর সম্পর্ক নয়। বিড়াল দেখলেই ইঁদুর গর্তে ঢুকে পড়ে। কিন্তু বিড়ালের হাতে থাবা খাওয়ার পরেও ইঁদুরকে লড়াই করতে দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও এরকমই এক অদ্ভুত ভিডিও  ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
advertisement

ভিডিওতে দেখা গিয়েছে রাগের চোটে নিরীহ ইঁদুরটিকে থাবা মারছে একটি বিড়াল। কিন্তু ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে বিড়ালের দিকে তেড়ে আসছে ইঁদুরটি। ইঁদুরের এত সাহস দেখে অবাক হয়েছন নেটিজেনরা।

আরও পড়ুন: বাঘ আর বাঁদরের বন্ধুত্ব! ২ পশুর খুনসুটির এই ভিডিও সাড়া ফেলেছে নেট দুনিয়ায়

থাপ্পড়ের অপমান সহ্য করতে না পেরেই ইঁদুরটি পর পর তিনবার আক্রমণ করে বিড়ালটিকে। ইঁদুরের সাহস দেখে  পিছিয়ে আসে বিড়ালটিও। এই মজার ভিডিওটি মন কেড়েছে নেটিজেনদের। ইঁদুরের সাহস দেখে বাহবা দিয়েছেন সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

যেখানে বিড়াল দেখা মাত্রই ইঁদুর ভয়ে পালিয়ে যায়, সেখানে বিড়ালের সঙ্গে সরাসরি সংঘর্ষে নেমেছে এই সাহসী ইঁদুর। নিজের অপমান কোনওমতেই সহ্য করেনি সে । প্রাণীটির সাহস অনুপ্ররণামূলক বলেই মনে করছেন নেট নাগরিকরা।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাগের চোটে ইঁদুরকে থাবা, ভয় না পেয়ে বিড়ালের দিকে তেড়ে গেল ইঁদুর, মজার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল