TRENDING:

Most Valuable Insects: পোকার দাম ৭৫ লাখ টাকা! তাবিজ করে পরলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, বিশ্বের সবচেয়ে দামী এই পোকাটির নাম জানেন?

Last Updated:

Most valuable insect in the world: মনে করা হয় স্ট্যাগ বিটলের মধ্যে কোনও না কোনও ঐশ্বরিক শক্তি আছে৷ এই পোকা রাতারাতি মানুষের ভাগ্য বদলে দেয়। এই জন্যই এর এত বেশি মূল্য। সৌভাগ্যের জন্য এই পোকাকে গলায় তাবিজ হিসাবে অনেকে পরেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিপোর্টিং অনুজ গোতাম, সাগর, মধ্যপ্রদেশ: ঘরে পোকামাকড়ের উপদ্রব কার আর ভাল লাগে? তা থেকে বাঁচার জন্যও কত রকমের ওষুধ ঘরে কিনে নিয়ে আসা হয়৷ আচ্ছা যাদি হঠাৎ শোনেন, আপনার ঘরে বাস করা পোকার দাম প্রায় ৭৫ লাখ টাকা? নিশ্চয়ই চমকে যাবেন৷ পোকার আবার দাম? তাও লাখ টাকার উপর৷ এমনই এক পোকা কিন্তু এই বিশ্বে রয়েছে৷ যার নাম ‘স্ট্যাগ বিটল’৷ বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল পোকার মধ্যে একটি এই স্ট্যাগ বিটল৷
বিশ্বের সবচেয়ে দামী পোকা, মূল্য প্রায় ৭৫ লাখ টাকা৷
বিশ্বের সবচেয়ে দামী পোকা, মূল্য প্রায় ৭৫ লাখ টাকা৷
advertisement

আরও পড়ুন: কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, পৃথিবীর কয়েকটা দেশে আছে এমনই আজব কিছু আইন

এই দামের পিছনে এক বড় কারণ এই এটি একটা বিরল প্রজাতির পোকা৷ মনে করা হয় স্ট্যাগ বিটলের মধ্যে কোনও না কোনও ঐশ্বরিক শক্তি আছে৷ এই পোকা রাতারাতি মানুষের ভাগ্য বদলে দেয়। এই জন্যই এর এত বেশি মূল্য। সৌভাগ্যের জন্য এই পোকাকে গলায় তাবিজ হিসাবে অনেকে পরেন।

advertisement

আরও পড়ুন:বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

এই পোকা সাধারণত পচা কাঠের উপরই বাসা বাঁধে। কালো চকচকে এই পোকাটির মাথায় একটা শিংয়ের মতো শুঁড় আছে৷ এই শুঁড়েরই এর মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। এই প্রজাতির পোকার রঙ কেবল কালো হয় না৷ এই পোকা সবুজ, গাঢ় বাদামী, ধূসর, লালচে বাদামী রঙেরও হতে পারে। এই পোকা দেখতে বেশ ভয়ঙ্কর হলেও, মানুষ বা অন্যান্য প্রাণীদের জন্য কিন্তু মোটেও ক্ষতিকর নয়৷

advertisement

প্রসঙ্গত বিটলের ১২০০ রকমের প্রজাতি রয়েছে৷ তার মধ্যে স্ট্যাগ বিটল হল Lycaenidae পরিবারের অন্তর্ভূক্ত। এই পোকাটি ইউরোপে বিভিন্ন প্রদেশেই বেশি দেখা যায়৷ এর চোয়ালের দিকে লম্বা একটা শিং আছে,যা অনেকটা হরিণের শিংয়ের মতো। ইংরেজিতে হরিণকে স্টেগ বলে। এই বৈশিষ্ট্যের কারণেই এর নাম স্ট্যাগ বিটল নামে পরিচিতি পেয়েছে৷

ইউরোপে অনেকেই এই পোকাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করেন৷ ‘স্ট্যাগ বিটল’কে ইটালির লুকানিয়ার প্রদেশের মতো লোকেরা তাবিজ হিসেবে ব্যবহৃত হয়। এই পোকাগুলোর ওজন হয় প্রায় ২ থেকে ৬ গ্রামের মধ্যে। ‘স্ট্যাগ বিটল’দের গড় জীবনকাল প্রায় ৩ থেকে ৪ বছর হয়ে থাকে। পুরুষ পোকা প্রায় ৩৫ থেকে ৭৫ মিমি লম্বা হয়। যদিও মহিলা ‘স্ট্যাগ বিটল’ এর দৈর্ঘ্য কিছুটা কম৷ প্রায় ৩০ থেকে ৫০ মিমি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কথায় আছে মরা হাতির লাখ টাকা, এবার মরা পোকা বললেও খুব একটা ভুল হবে না৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Most Valuable Insects: পোকার দাম ৭৫ লাখ টাকা! তাবিজ করে পরলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, বিশ্বের সবচেয়ে দামী এই পোকাটির নাম জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল