TRENDING:

মন দিয়ে বাইক সারাচ্ছে ‘মেকানিক’ বাঁদর! ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা

Last Updated:

রীতিমতো দক্ষ এবং পেশাদার মেকানিকের মতো কাজ করে চলেছে সে। দিব্যি দক্ষতার সঙ্গে নাট-বল্টুও ঘোরাতে দেখা যাচ্ছে তাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রীতিমতো দক্ষ এবং পেশাদার মেকানিকের মতো কাজ করে চলেছে সে। দিব্যি দক্ষতার সঙ্গে নাট-বল্টুও ঘোরাতে দেখা যাচ্ছে তাকে। আর তার এই কাজ দেখেই মজেছে নেটদুনিয়ার বাসিন্দারা। কিন্তু মেকানিকের কাজ করা নিয়ে এত হইচই কেন? আসলে এই পেশাদার মেকানিক আর কেউই নয়, একটা ছোট্ট বাঁদর। তা-হলে এই ছোট্ট মেকানিকের সঙ্গে চট করে পরিচয় করে নেওয়া যাক।
advertisement

সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট হয়। আর তার মধ্যে বহু ভিডিও-ই ভাইরাল হয় হু-হু করে। এই তালিকায় সাধারণত থাকে পশু-পাখির কাণ্ডকারখানা অথবা শিশুদের নানা মজার ভিডিও। আর এই ছোট্ট বাঁদরের এই কাণ্ডও তার ব্যতিক্রম নয়।

আসলে এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন মিস্টার শেজি নামের এক ব্যবহারকারী। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১৯ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। এক জন ব্যবহারকারী তো মজা করে লিখেই দিয়েছেন যে, এই বাঁদরটি নির্ঘাত অক্সফোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং করে এসেছে। আবার কিছু কিছু ব্যবহারকারীকে এই ঘটনার কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে। এই ঘটনাকে অবলা ও নিরীহ পশুর উপর অত্যাচার হিসেবে দেগে দিয়ে কড়া নিন্দাও করেছেন তাঁরা। তবে যা-ই ঘটুক না-কেন, বহু মানুষই এই ভিডিওটি খুব পছন্দ করেছেন এবং তার ফলে কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের ভালোবাসা।

advertisement

https://www.facebook.com/watch/?v=803957800891841

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু কী এমন রয়েছে ভিডিওটিতে? ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে বেশ মনোযোগ দিয়ে কাজ করে চলেছে বাঁদরটি। ব্যাপারটা আর একটু ভেঙেই বলা যাক। আসলে ওই ব্যক্তি একটি বাইকের কোনও এক অংশের নাট-বোল্ট টাইট করছেন। আর সেই কাজে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছোট্ট বাঁদরটি। সে-ও মনোযোগ দিয়ে নাট-বোল্ট টাইট করে চলেছে। বাঁদরটিকে দেখে মনে হচ্ছে যে, সে ভাল মতোই এই কাজ শিখে নিয়েছে। শুধু তা-ই নয়, তার একাগ্রতা দেখে এ-ও মনে হচ্ছে যে, কাজের প্রতি যথেষ্ট দায়িত্বশীল সে। আর ছোট্ট বাঁদরের এ-হেন কাণ্ড দেখে আপনা-আপনিই মন ভাল হয়ে গিয়েছে নেটিজেনদের!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মন দিয়ে বাইক সারাচ্ছে ‘মেকানিক’ বাঁদর! ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল