TRENDING:

আরামে দোলনায় ঝুলছে বাঁদর! ঠিক যেন সিনেমার দৃশ্য, ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ঝর তুলেছে নেট মাধ্যমে

Last Updated:

রাতের অন্ধকারে মনে মনে কী যেন ভাবছে  বাঁদরটি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিশ্বব্দে ও আরামে দোলনায় ঝুলছে একটি বাঁদর। আকাশের দিকে তাকিয়ে আরামে দোলনায় ঝুলছে সে। নিজের মনেই আকাশ পাতাল ভাবছে বাঁদরটি। ঠিক যেন সিনেমার দৃশ্য। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
advertisement

দোলনায় দুলতে অনেকেই ভালবাসেন। পার্কে হোক কিম্বা ঝোলা বারান্দায়, দোলনায় চাপার সখ নেই,  এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। কিন্তু আস্ত এক বাঁদরকে দোলনায় ঝুলতে দেখে হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন:  কচ্ছপের জন্মদিন! ১৯০ বছরে পা দিল জোনাথন, পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ প্রাণীটিকে দেখলে অবাক হবেন

রাতের অন্ধকারে যেন একাকী মনে মনে কী যেন ভাবছে  বাঁদরটি! বাঁদরের আবেগ দেখেই উৎফুল্ল হয়েছেন অনেকেই। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই  ভাইরাল হয়েছে নেট জগতে। এই ঝুলন্ত বাঁদরটিকে দেখে মনে হবে কোনও সিনেমার হিরো। আর ভিডিওটি দেখে কোনও সিনেমার দৃশ্য বলেই ভুল হবে।

advertisement

আরও পড়ুন: বাঁশির সুরে মুগ্ধ ২ পশু! কুকুর আর গরুর এমন বিরল সঙ্গীতপ্রেম দেখলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আই এফ এস অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন- 'জীবন উপভোগ করুন'।  ভিডিওটি শেয়ার হতেই ২৩ হাজারের বেশি ভিউজ হয়েছে এবং ১ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই মন্তব্যের ঝর উঠেছে সোশ্য়াল মিডিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আরামে দোলনায় ঝুলছে বাঁদর! ঠিক যেন সিনেমার দৃশ্য, ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ঝর তুলেছে নেট মাধ্যমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল