ছোট থেকেই আমরা আমাদের চারিপাশে বাঁদরদের এমন অনেক কীর্তিকলাপ দেখেছি যা আমাদের হতবাক করে দেয়। ইন্টারনেটও বাঁদরের অনেক মজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে আমরা তাদের মানুষের মতোই এমন অনেক কাজ করতে দেখেছি যা আমাদের চোখকে অবাক করে দিয়েছে। বাঁদরের হাস্যকর সব ক্লিপ আজও আমাদের প্রানখুলে হাসতে এবং আমাদের স্ট্রেস ভুলে যেতে সাহায্য করে।
advertisement
চারিদিকে যখন উৎসবের মেজাজ , লোকেদের মুখচোখে প্রতিদ্বন্দ্বীকে হারাবার আর ঘুড়ির লড়াইয়ে জিতে যাওয়ার উচ্ছাস ,ঠিক তখনি একটি বাঁদরকে একটা বাড়ির ছাদে বসে ঘুড়ি ওড়াতে দেখা যায়। অবাক হচ্ছেন কি ? ব্যাপারটা আশ্চর্য্যের হলেও একদম সত্যি। মানুষকে নকল করে সম্প্রতি বাঁদরের এই ঘুড়ি ওড়াবার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
এমন ঘটনার সাক্ষী ওখানকার অনেক বাসিন্দাকেই এই ভাইরাল ভিডিওতে উল্লাস করতে শোনা গেছে। এই অবাক করা দৃশ্যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে হাসির ফোয়ারা উঠেছে। মানুষ যে ঘুড়ি ওড়াতে পটু সেকথা আর নতুন কি , কিন্তু কোন বাঁদর যে এতো সুন্দরভাবে ঘুড়ি ওড়াতে পারে সেটা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই ভিডিওটি এখানে দেখুন-
গত ১৪ই জানুয়ারী এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় দূরে একটা বাড়ির ছাদে একটি বাঁদর আরামে বসে ঘুড়ির স্ট্রিং ধরে এদিক ওদিক টান মারছে, ঠিক যেভাবে মানুষ আকাশে আরও উঁচুতে ঘুড়ি ওড়াতে চেষ্টা করে। বাঁদরটিকে খুবই কৌতূহলের সঙ্গে ঘুড়িটিকে আস্তে আস্তে টেনে নিচে নামাতে দেখা যায়। মুহূর্তেই সে ঘুড়িটিকে এদিকে ওদিকে ঘুরিয়ে দেখতে থাকে। হয়তো বোঝার চেষ্টা করছিল কিভাবে এটা আকাশে ওড়ানো যায়।
ভিডিওটির টেক্সচুয়াল লেআউটে লেখা আছে “ইয়ানহা কে বান্দর তাক পতংবাজি কে শৌকিন হ্যায়। (এখানে বানররাও ঘুড়ি ওড়ানো পছন্দ করে)।
ভিডিওর ভিজ্যুয়াল ফুটেজ দেখে মনে হয় ভিডিওটি রাজস্থানের জয়পুরে রেকর্ড করা হয়েছে। এই হাস্যকর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ৪.৫ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৪৪০ হাজার লাইকস পেয়েছে। নেটিজেনরা কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে।
একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন "ইয়ে সহি সে উদ নেহি রাহা (এটি সঠিকভাবে উড়ছে না)"
অপর একজন ব্যঙ্গ করে বলেছেন “ইয়ে ইন্ডিয়া হ্যায়, ইয়ানহা পার কুছ ভি হো সক্ত হ্যায় ইয়াহা (এটা ভারত, এখানে অনেক কিছুই ঘটতে পারে),”
অনেকে আবার হাসির ইমোজি পোস্ট করে নিজেদের অনুভূতি কমেন্ট বক্সে প্রকাশ করেছেন।