একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি বাঁদর দিব্যি ঘুরে বেড়াচ্ছে বিমানবন্দরের লাউঞ্জে (Viral Video of Monkey) ৷ সবাই বসে খাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন ৷ সেইসময়ে বার কাউন্টার থেকে শুরু করে সর্বত্র আরামে ঘুরে বেড়াচ্ছে বাঁদরটি ৷ সেটিকে তাড়ানোর মতো সাহসও কারোর ছিল না ৷ বাঁদরটির গতিবিধির উপরেই তাই নজর রাখা হচ্ছিল ৷ অনেকে সে সময়ে লাউঞ্জ ছেড়ে বেরিয়েও যান ৷
advertisement
যাত্রাপথের ব্যস্ত সময়ে এইভাবে একটি বাঁদরকে লাউঞ্জের মতো জায়গায় দিব্যি ঘুরে বেড়াতে দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন ৷ এই বুঝি বাঁদরটি ঝাঁপাল তাদের গায়ের উপর ! এই ভেবেই ভয় পাচ্ছিলেন তারা ৷ লাউঞ্জে বসে খাবেন কী যাত্রীরা, সবাই ভয়ে সিঁটিয়ে ছিলেন ৷ কারণ লাউঞ্জে তখন দিব্যি ‘পার্টি’ করে বেড়াচ্ছে বাঁদরটি ৷ এদিক-ওদিক যেতে গিয়ে কয়েকটি গ্লাসও ভাঙে সেটি ৷ তারপর ধীরে ধীরে লাউঞ্জের দেওয়াল বেয়ে ছাদে উঠে সেখান থেকে বেরিয়ে যায় বাঁদরটি ৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি ৷ লাউঞ্জে বাঁদরের ‘পার্টি’-র ভিডিও এখন তুমুলভাবে ভাইরাল !
গ্লাস ভাঙার পাশাপাশি জুসের বোতলও ফেলে দেয় বাঁদরটি ৷ এরপর অন্য কিছু খাবারও খেতে চায় সেটি ৷ মাত্র এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও ৷ কিন্তু তা দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা ৷