TRENDING:

Viral Video of Monkey at Delhi Airport Lounge: দিল্লি বিমানবন্দরের লাউঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে বাঁদর ! ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video of Monkey at Delhi Airport Lounge: গ্লাস ভাঙার পাশাপাশি জুসের বোতলও ফেলে দেয় বাঁদরটি ৷ এরপর অন্য কিছু খাবারও খেতে চায় সেটি ৷ মাত্র এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও ৷ কিন্তু তা দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিমানবন্দরের লাউঞ্জে বিজনেস ক্লাস টিকিট, বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড অফার বা বিমানসংস্থার ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ারের বিশেষ ক্লাসের সদস্যরা বাদে অন্য কেউই ঢুকতে পারেন  না ৷ বিমানযাত্রার সময় বিজনেস ক্লাস লাউঞ্জের (Business Class Lounge) সুবিধা নিতে কেই বা না চান ৷ কিন্তু সেটা সবসময়ে হয়ে ওঠে না সবার পক্ষে ৷ খুব কম সংখ্যক মানুষই লাউঞ্জে এলাহি খাওয়ার, ফ্রি ওয়াই ফাই, বিশ্রাম নেওয়ার জন্য দুর্দান্ত সোফা-কাউচ-রেকলাইনার্স ব্যবহারের সুবিধা পান ৷ কিন্তু সম্প্রতি দিল্লি বিমানবন্দরের একটি লাউঞ্জে যে দৃশ্য দেখা গিয়েছে, তা দেখে অবাক প্রত্যেকেই (Monkey Enjoying at Delhi Airport Lounge) !
Photo: Twitter
Photo: Twitter
advertisement

একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি বাঁদর দিব্যি ঘুরে বেড়াচ্ছে বিমানবন্দরের লাউঞ্জে (Viral Video of Monkey) ৷ সবাই বসে খাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন ৷ সেইসময়ে বার কাউন্টার থেকে শুরু করে সর্বত্র আরামে ঘুরে বেড়াচ্ছে বাঁদরটি ৷ সেটিকে তাড়ানোর মতো সাহসও কারোর ছিল না ৷ বাঁদরটির গতিবিধির উপরেই তাই নজর রাখা হচ্ছিল ৷ অনেকে সে সময়ে লাউঞ্জ ছেড়ে বেরিয়েও যান ৷

advertisement

যাত্রাপথের ব্যস্ত সময়ে এইভাবে একটি বাঁদরকে লাউঞ্জের মতো জায়গায় দিব্যি ঘুরে বেড়াতে দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন ৷ এই বুঝি বাঁদরটি ঝাঁপাল তাদের গায়ের উপর ! এই ভেবেই ভয় পাচ্ছিলেন তারা ৷ লাউঞ্জে বসে খাবেন কী যাত্রীরা, সবাই ভয়ে সিঁটিয়ে ছিলেন ৷ কারণ লাউঞ্জে তখন দিব্যি ‘পার্টি’ করে বেড়াচ্ছে বাঁদরটি ৷ এদিক-ওদিক যেতে গিয়ে কয়েকটি গ্লাসও ভাঙে সেটি ৷ তারপর ধীরে ধীরে লাউঞ্জের দেওয়াল বেয়ে ছাদে উঠে সেখান থেকে বেরিয়ে যায় বাঁদরটি ৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি ৷ লাউঞ্জে বাঁদরের ‘পার্টি’-র ভিডিও এখন তুমুলভাবে ভাইরাল !

advertisement

আরও পড়ুন- কী কাণ্ড ! ব্যস্ত রাস্তায় বিনা ড্রাইভারেই ছুটে চলেছে অটো, প্রাণপণ চেষ্টা করেও আটকাতে ব্যর্থ চালক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গ্লাস ভাঙার পাশাপাশি জুসের বোতলও ফেলে দেয় বাঁদরটি ৷ এরপর অন্য কিছু খাবারও খেতে চায় সেটি ৷ মাত্র এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও ৷ কিন্তু তা দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video of Monkey at Delhi Airport Lounge: দিল্লি বিমানবন্দরের লাউঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে বাঁদর ! ভিডিও তুমুল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল