TRENDING:

Mobile Numerology : আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা কত? মিলিয়ে নিন একবার, অনেক গোপন কথা জানতে পারবেন

Last Updated:

Mobile Numerology- মোবাইল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এখন। এই বিষয়টি মাথায় রেখে মোবাইল নিউমারোলজি অর্থাৎ মোবাইল সংখ্যাতত্ত্বের প্রতি মানুষের আগ্রহ ক্রমশই বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : মোবাইল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এখন। এই বিষয়টি মাথায় রেখে মোবাইল নিউমারোলজি অর্থাৎ মোবাইল সংখ্যাতত্ত্বের প্রতি মানুষের আগ্রহ ক্রমশই বাড়ছে।
News18
News18
advertisement

মোবাইল নিউমারোলজির সাহায্যে আপনি আপনার জীবনের অনেক বিষয় জানতে পারেন। আপনি আপনার মোবাইল নম্বর থেকেই ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা আপনার ব্যবসা, কেরিয়ার ইত্যাদির সঙ্গে জড়িত অনেক গোপন তথ্য প্রকাশ করতে পারে। চলুন জেনে নিই, আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা কী গোপন কথা বলে?

advertisement

১. যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক ১ হয়
তাহলে আপনার কাছে অন্যদের তুলনায় অনেক কম ফোনকল আসে। আপনার কেরিয়ার বা কাজ সংক্রান্ত সীমিত সংখ্যক কলই আসে। সাধারণত পুরুষদের কল বেশি আসে। এই নম্বর ব্যবহারকারীর প্রতি লোকের সঙ্গে যোগাযোগ কম থাকে।

২. যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক ২ হয়
তাহলে আপনার কাছে অনেক কল আসে। মানুষ তাদের আবেগের কথা আপনার সঙ্গে ভাগ করতে চায়। অন্যরা তাদের দুঃখ-কষ্ট আপনাকে বলতে পছন্দ করে। একটি চমকে দেওয়া বিষয় হল, এমন নম্বর যাঁদের আছে, তাঁদের কাছে মহিলাদের কল বেশি আসে। কলাররা আপনার সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে চায়। মানুষ আপনার সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে চায়।

advertisement

আরও পড়ুন- কুকুর, সাপ নেই একটাও! দেশের একমাত্র রাজ্য এটি! নামটা কিন্তু অনেকেই জানেন না…

৩. যদি কোনও ব্যক্তির মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৩ হয়


তাহলে তাঁর কাছে উচ্চপদস্থ বা বড় লোকজনের ফোনকল আসে। এই নম্বরের সঙ্গে শিক্ষাক্ষেত্রের যোগ আছে। তাঁরা ক্লায়েন্ট বা গ্রাহকদের কাছ থেকে অর্থ উপার্জন করে থাকেন।

advertisement

৪. যাদের মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৪ হয়
তাদের কাছে নানা ধরণের মানুষের ফোনকল আসে। অনেক অদ্ভুত বা বিরল ধরণের লোকও আপনাকে ফোন করতে পারে। বড় বড় স্বপ্ন দেখানো বা অহংকারী মানুষদের কল বেশি আসবে। কিন্তু যখন সাহায্যের সময় আসবে তখন সেই লোকেরাই মুখ ফিরিয়ে নেবে।
যদি আপনার ব্যবসায়িক মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৪ হয়, তাহলে আপনার গ্রাহক খুব দর কষাকষি করবে এবং সহজে আপনার দেওয়া দাম মেনে নেবে না।

advertisement

৫. যার মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৫ হয়
অন্যদের তুলনায় অনেক বেশি ফোনকল আসে। মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করে। যদি কোনও ব্যবসায়ীর মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৫ হয়, তা হলে তাঁর কাছে প্রচুর ইনকোয়ারি কল আসে।

৬. যাদের মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৬ হয়
তাঁদের কাছে যাঁদের ফোন আসে, তাঁরা সাধারণত খুব মিষ্টি ও ভালভাবে কথা বলে। কথাগুলো এমন হয় যেন নতুন প্রেমিক-প্রেমিকার মধ্যে প্রথম দিকের সম্পর্ক চলছে। যদি ব্যবসায়িক মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৬ হয়, তা হলে গ্রাহক অনেক দর কষাকষি করবে এবং সবসময় কম দামে জিনিস নিতে চাইবে। এছাড়াও মহিলাদের ফোন বেশি আসবে।

৭. যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৭ হয়
তা হলে আপনার প্রভাবশালী বা উচ্চপদস্থ লোকজনের সঙ্গে ভাল পরিচয় থাকবে। লোকজন খুব কম কথা বলবে। কিন্তু বড় বড় আশ্বাস দেবে। এই ধরনের লোকদের থেকে কোনও আশা না রাখাই ভাল।  যদি ব্যবসায়িক মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৭ হয়, তা হলে ক্লায়েন্ট খুব ভাবনা-চিন্তা করে অর্ডার দেবে।

৮. মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৮ হলে
ফোনকল খুব সংক্ষিপ্ত ও কাজের কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে। গ্রাহকের সঙ্গে শুধু প্রয়োজনীয় তথ্যই ভাগ করা — যতটুকু সে জানতে চায়, ঠিক ততটাই বলতে হবে। এর ফলে আপনি লাভবান হবেন।

৯. যদি আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক ৯ হয়


অত্যন্ত উদ্যম এবং শক্তিতে ভরপুর হয়ে কথা বলেন। কল যিনি করবেন তাঁর কথা শুনেই আপনার মধ্যেও ইতিবাচক শক্তি ও উদ্দীপনা চলে আসবে।

০. যার মোবাইল নম্বরের শেষ অঙ্ক ০ হয়
মোবাইল সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই সংখ্যা খুব একটা শুভ ধরা হয় না। আপনার কাছে যেসব ফোন আসবে, সেগুলো থেকে কোনও ভাল ফলাফল নাও আসতে পারে। সব কথাবার্তার শেষে ফলাফল “শূন্য”ই থাকবে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mobile Numerology : আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা কত? মিলিয়ে নিন একবার, অনেক গোপন কথা জানতে পারবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল