ভোলানাথের পুজো করতে বৃহস্পতিবার সকালে যখন শিব মন্দিরে হাজির হন ভক্তরা। সেইসময় ভক্তরা ঘণ্টা বাজাতেই ভোলেনাথের সামনে রাখা বেলপাতা তালে তালে দুলে ওঠে। এই দৃশ্য দেখে ভক্তদের চোখ জলে ভরে ওঠে, তাঁরা অদ্ভুত একটা অলৌকিক জিনিস অনুভব করেন। একবারই এই ঘটনা ঘটেছে এমন নয়, ভক্তরা আবারও ঘণ্টা বাজাতেই, তার তালে তালে দুলে ওঠে সেই বেলপাতা।
advertisement
প্রথমে অনেকেই ভেবেছিলেন মন্দিরের বাইরে স্বাভাবিকভাবেই হাওয়া বইছে, তাতেই উড়ছে পাতাটি। কিন্তু পরে অনেকেই বুঝতে পারেন সেই পাতাটি নড়লেও আশপাশের আর কোনও পাতা বা ফুল কিছুই নড়ছে না। তখনই তাঁরা অনুভব করেন এটি অলৌকিক কোনও ঘটনা। শ্রাবণ মাস শুরুর ঠিক একদিন আগের এই ঘটনা জব্বলপুরে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে খুব ‘বাথরুম’ পেলে লোকো পাইলটরা কোথায় যান? ৯০% মানুষেরই উত্তর অজানা, আপনি জানেন?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শিব ভক্ত রাম একবার ঘণ্টা বাজাচ্ছেন, সঙ্গে সঙ্গেই নড়ে উঠছে বেলপাতা। এরপর ভক্তরা আবার ঘণ্টা বাজানো মাত্রই ফের নেচে ওঠে বেলপাতাটি। তবে সবাই বাজালেই সেটি নড়ে উঠেছে এমন নয়। শিব ভক্ত রাম নামে এক ব্যক্তি এই কাজ করলে ফের নড়ে ওথে পাতাটি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভক্তরা একে একদিকে অলৌকিক বলছেন এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত হচ্ছেন। অন্যদিকে অন্যরা এখনও আশ্বস্ত হতে পারছেন না। অনেকের মতে এটি অন্য কোনও কারণে ঘটেছে, তার সঙ্গে অন্ধবিশ্বাসের কোনও যোগ নেই।